আরএম | |||||||
---|---|---|---|---|---|---|---|
জন্ম | কিম নামজুন সেপ্টেম্বর ১২, ১৯৯৪ | ||||||
জাতীয়তা | দক্ষিণ কোরিয়ান | ||||||
পেশা |
| ||||||
কর্মজীবন | ২০১০-বর্তমান | ||||||
পুরস্কার | হওয়াগোয়ান অর্ডার অফ কালচারাল মেরিট (২০১৮) | ||||||
সঙ্গীত কর্মজীবন | |||||||
উদ্ভব | দক্ষিণ কোরিয়া | ||||||
ধরন | |||||||
বাদ্যযন্ত্র | কণ্ঠ্য (ভোকাল) | ||||||
কার্যকাল | ২০১০-বর্তমান | ||||||
লেবেল | |||||||
হাঙ্গুল | 김남준 | ||||||
| |||||||
স্বাক্ষর | |||||||
কিম নামজুন (কোরীয়: 김남준, জন্ম - ১২ সেপ্টেম্বর , ১৯৯৪),[১] যিনি তার স্টেজ নাম আরএম নামেও পরিচিত, হচ্ছেন একজন দক্ষিণ কোরিয়ান র্যাপার, সংগীত-রচয়িতা এবং রেকর্ড প্রডিউসার। তিনি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত বয়ব্যান্ড বিটিএস এর একজন সঙ্গীতশিল্পী। ২০১৩ সালে তিনি বিটিএস এ যোগদান করেন।[২][৩]
আরএম ১২ সেপ্টেম্বর, ১৯৯৪ সালে দোংজাক-গু, দক্ষিণ কোরিয়াতে জন্মগ্রহণ করেন। পরিবারে তাঁর মা, বাবা এবং একজন ছোট বোন আছেন।[৪]