ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আরিয়েন রোবেন[১] | ||
জন্ম | ২৩ জানুয়ারি ১৯৮৪ | ||
জন্ম স্থান | বেডুম, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | উইঙ্গার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০০–২০০২ | গ্রনিঙ্গেন | ৫০ | (৮) |
২০০২–২০০৪ | পিএসভি | ৫৬ | (১৭) |
২০০৪–২০০৭ | চেলসি | ৬৭ | (১৫) |
২০০৭–২০০৯ | রিয়াল মাদ্রিদ | ৫০ | (১১) |
২০০৯– | বায়ার্ন মিউনিখ | ১০৬ | (৫৬) |
জাতীয় দল‡ | |||
১৯৯৯ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৫ | ১ | (০) |
১৯৯৯–২০০০ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৬ | ১১ | (৪) |
২০০০ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭ | ৩ | (১) |
২০০১–২০০২ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯ | ৮ | (২) |
২০০১–২০০৩ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ | ৮ | (১) |
২০০৩– | নেদারল্যান্ডস | ৭৩ | (২২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৯ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক। |
আরিয়েন রোবেন (ওলন্দাজ: Arjen Robben, ওলন্দাজ উচ্চারণ: [ˈɑrjən ˈrɔbə(n)] (, জন্ম ২৩ জানুয়ারি ১৯৮৪) একজন )ওলন্দাজ ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ [৩] এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে খেলেন। তিনি সাধারাণত উইঙ্গার হিসেবে খেলে থাকেন। তবে, তিনই ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন। রোবেন জাতীয় দলের হয়ে ২০০৪, ২০০৮ ও ২০১২ ইউরোতে এবং ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। রোবেন তাঁড় দুর্দান্ত গতি, ড্রিবলিং ও ক্রসিং দক্ষতা এবং দূর থেকে জোরালো শট নেওয়ার ক্ষমতার কারণে সুপরিচিত।
১৫ জুলাই ২০২১-এ, রোবেন পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। [৪]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |