ইয়োহান গটফ্রিট হের্ডার | |
---|---|
![]() | |
জন্ম | মোরাঙ্গেন, প্রুসিয়া রাজ্য (বর্তমান মোরা, পোল্যান্ড) | ২৫ আগস্ট ১৭৪৪
মৃত্যু | ১৮ ডিসেম্বর ১৮০৩ | (বয়স ৫৯)
মাতৃশিক্ষায়তন | কনিগ্সবার্গ বিশ্ববিদ্যালয় |
যুগ | ১৮শ-শতাব্দীর দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | আলোকিত যুগ রোমান্টিক জাতীয়তাবাদ[১][২] ঔপনিবেশবিরোধী অসাম্প্রদায়িকতাবাদ[৩][৪] ভেমার দ্রুপদ |
প্রধান আগ্রহ | ভাষাতত্ত্ব, ভাষার দর্শন, সাংস্কৃতিক নৃতত্ত্ব, মনের দর্শন, নন্দনতত্ত্ব, ইতিহাসের দর্শন, রাজনৈতিক দর্শন, ধর্মের দর্শন |
উল্লেখযোগ্য অবদান | চিন্তা ভাষার উপর নির্ভরশীল[৫] |
ভাবশিষ্য
|
ইয়োহান গটফ্রিট হের্ডার (২৫ আগস্ট, ১৭৪৪ - ডিসেম্বর ১৮, ১৮০৩) একজন জার্মান দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, কবি ও সাহিত্য সমালোচক। তিনি আলোকিত যুগের একজন অন্যতম চিন্তাবিদ।
হের্ডার ২৫ আগস্ট, ১৭৪৪ তৎকালীন প্রুসিয়া রাজ্যের মোরাঙ্গানে (বর্তমান মোরা, পোল্যান্ড) জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবারে তিনি বেড়ে ওঠেন। তার পাঠ গ্রহণ শুরু হয় তার বাবার বাইবেল ও গীতিকবিতা দিয়ে। ১৭৬২ সালের ১৭ বছর বয়সে তিনি কনিগ্সবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি ইমানুয়েল কান্টের ছাত্র ছিলেন।