ইরান-ইরাক যুদ্ধ ১৯৭৯ সালের কুর্দি বিদ্রোহ লেবানিজ গৃহযুদ্ধ ২০০১ সালের হেরাত অভ্যুত্থান বালুচিস্তান সংঘাত ২০০৬ সালের লেবানন যুদ্ধ ইরান–পিজেএকে সংঘাত সিরীয় গৃহযুদ্ধ ইরাকি গৃহযুদ্ধ (২০১৪–২০১৭)
মর্যাদাক্রম
ইরানি সামরিক বাহিনীর পদক্রম
আনুষ্ঠানিক পতাকাসমূহ
ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (ফার্সি: سپاه پاسداران انقلاب اسلامی, প্রতিবর্ণীকৃত: Sepâh-e Pâsdârân-e Enghelâb-e Eslâmi, ইংরেজি: Islamic Revolutionary Guard Corps; সংক্ষেপে সেপাহ বা আইআরজিসি) হল ইরানি সামরিক বাহিনীর একটি শাখা যা ১৯৭৯ সালের ২২শে এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবের পর[৪] আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে প্রতিষ্ঠিত হয়।[৫] ইরানি সংবিধান অনুসারে ইরানি সেনাবাহিনী দেশটির সীমান্ত প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে, অন্যদিকে ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (পাসদারান) ইরানের ইসলামি প্রজাতন্ত্রী রাষ্ট্রকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করে থাকে।[৬] ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী ইসলামি শাসনব্যবস্থার নিরাপত্তা প্রদানের পাশাপাশি বৈদেশিক হস্তক্ষেপ, সামরিক অভ্যুত্থান বা ভ্রষ্ট আন্দোলন প্রতিরোধে ভূমিকা রাখে।[৭]
বিপ্লবী রক্ষীবাহিনীর সেনা, বিমান ও নৌবাহিনী মিলিয়ে অন্তত ২৫০,০০০ সামরিক কর্মী রয়েছে। এর নৌবাহিনীটি বর্তমানে পারস্য উপসাগরের সক্রিয় নিয়ন্ত্রণে নিয়োজিত মুখ্য বাহিনী।[৮] এছাড়া এটি ৯০,০০০ সক্রিয় কর্মী নিয়ে গঠিত আধাসামরিক বাসিজ মিলিশিয়াও নিয়ন্ত্রণ করে থাকে।[৯][১০] এর গণমাধ্যম শাখার নাম সেপাহ নিউজ।[১১]
↑Rome, Henry (১৭ জুন ২০২০), "Iran's Defense Spending", The Iran Primer, The United States Institute for Peaceউদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑staff, writer। "How was IRGC founded?"। Tasnim news Agency। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
↑IISS Military Balance 2006, Routledge for the IISS, London, 2006, p. 187