ইস্ট্রোজেন (ইং: Estrogen) হল প্রাথমিক নারী লৈঙ্গিক হরমোন (primary female sex hormone)। এই নামটি গ্রিক οἶστρος (oistros), যার আভিধানিক অর্থ ডাঁশ কিন্তু প্রকৃতপক্ষে যৌন আকাঙ্ক্ষা, [১] এবং প্রত্যয় -gen, মানে 'যা হতে উৎপত্তি' হতে এসেছে। [২] [২][৩]
ইস্ট্রোজেন নামটি এসেছে ইস্ট্রাস বা রজঃচক্র ও জেন বা উৎপন্ন নামক দুটি শব্দ হতে। অর্থাৎ ইস্ট্রোজেন নামের অর্থ হল রজঃ চক্র হতে উৎপন্ন হয়।
যদিও ইস্ট্রোজেন পুরুষ এবং নারী উভয়ের মাঝেই থাকে,কিন্তু সচরাচর নারীদের প্রজনন বয়সে এর মাত্রা উচ্চ থাকে।এটি নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য যেমন স্তন্যগ্ৰন্থি বৃদ্ধিতে সহায়তা করে এবং একই সাথে মাসিক চক্রের সময় এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব বেড়ে যায়। শুক্রাণুর পূর্ণতা প্রাপ্তিতে ইস্ট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এর পাশাপাশি ইস্ট্রোজেনের আরো কিছু কাজ আছে।যেমন-
যোনি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |