ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এক্সেকিয়েল আলেহান্দ্রো পালাসিওস[১] | ||
জন্ম | ৫ অক্টোবর ১৯৯৮ | ||
জন্ম স্থান | ফামাইয়া, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার লেভারকুজেন | ||
জার্সি নম্বর | ২৫ | ||
যুব পর্যায় | |||
–২০১৫ | রিভার প্লেত | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৯ | রিভার প্লেত | ৪৮ | (৪) |
২০২০– | বায়ার লেভারকুজেন | ৩৫ | (২) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ | ১০ | (১) |
২০১৭ | আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ | ৩ | (০) |
২০১৮– | আর্জেন্টিনা | ২৮ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৪৮, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৮, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
এক্সেকিয়েল আলেহান্দ্রো পালাসিওস (স্পেনীয়: Exequiel Palacios, স্পেনীয় উচ্চারণ: [ekseˈkjel paˈla.sjos]; জন্ম: ৫ অক্টোবর ১৯৯৮; এক্সেকিয়েল পালাসিওস নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, পালাসিওস আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
এক্সেকিয়েল আলেহান্দ্রো পালাসিওস ১৯৯৮ সালের ৫ই অক্টোবর তারিখে আর্জেন্টিনার ফামাইয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
পালাসিওস ক্লাব আতলেতিকো রিভার প্লেত থেকে ওঠে এসেছেন। তিনি ২০১৫ সালের ৮ নভেম্বরে নেওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে পেশাদার লিগে তিনি অভিষিক্ত হন।[২]
২০১৯ সালের ১৩ ডিসেম্বরে কোপা আর্জেন্টিনার ফাইনালে পালাসিওস তার ছেলেবেলার ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেন। সেন্ট্রাল কর্দোবার ৩-০ গোলের জয়ের ম্যাচে তিনি ৭৯ মিনিট খেলেছিলেন।[৩]
২০১৯ সালের ১৬ ডিসেম্বরে বায়ার লেভারকুসেন ঘোষণা করে, ২০২০ সালের ১ জানুয়ারিতে পালাসিওস সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগদান করবেন।[৪]
পালাসিওস আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় দুই বছরে ১৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
২০১৮ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে, ১৯ বছর, ১১ মাস ও ২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী পালাসিওস গুয়াতেমালার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[৫] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৬] ম্যাচে তিনি ২৯ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি আর্জেন্টিনা ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে পালাসিওস সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২০ সালের ১২ নভেম্বরে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে আঘাতপ্রাপ্ত হয়ে তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায় এবং তিন মাসের জন্য বাইরে থাকার আশঙ্কা করা হয়েছিল। পালাসিওস লা বোম্বোনেরায় খেলার প্রথমার্ধে এঞ্জেল রোমেরোর সাথে বাতাসে ভাসমান বল দখলের লড়াইয়ে তিনি আঘাত পেয়েছিলেন। এরপর সেই ম্যাচে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন জিওভানি লো সেলসো। তার নেওয়া কর্নারটি থেকে সেদিন নিকোলাস গঞ্জালেস গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।[৯]
পালাসিওস প্রাথমিকভাবে ২০১৮ সালের আগস্টে ইনস্টাগ্রাম মডেল সোল পেরেজের সাথে তার প্রকাশ্য সম্পর্কের কারণে প্রথম মিডিয়ার নজরে আসেন। যদিও দ্রুত জনসমক্ষে আসে যে, প্রায় একই সময়ে পালাসিওস ও পেরেজ তাদের সম্পর্ক শুরু করলেও, পালাসিওস অপেশাদার অভিনেত্রী, গায়িকা ও নর্তকী জুলিয়ানা ওরেলানোর সাথেও ডেটিং শুরু করেছিলেন। দুজনের সাথে সম্পর্ক অব্যহত রাখায় পেরেজ ও ওরেলানো উভয়ই দ্রুত পালাসিওসের সাথে তাদের সম্পর্ক শেষ করে দেয়। তবে আরও নাটকীয়তা বাকি ছিল। ২১ আগস্টে জানা যায়, পালাসিওস চার বছর ধরে প্রতিবেশী বন্ধু হস্তপ্রসাধন-শিল্পী কারেন গ্রামাজোর সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন![১০] সবকিছু জানাজানির পর এই তিন নারীই ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পালাসিওসের অবিশ্বস্ততার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।[১১]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
রিভার প্লেত | ২০১৫ | আর্জেন্টিনার প্রথম বিভাগ | ১ | ০ | – | – | – | ১ | ০ | |||
২০১৬ | আর্জেন্টিনার প্রথম বিভাগ | ১ | ০ | – | – | – | ১ | ০ | ||||
২০১৬–১৭ | আর্জেন্টিনার প্রথম বিভাগ | ৮ | ০ | ১ | ১ | ১ | ০ | – | ১০ | ১ | ||
২০১৭–১৮ | আর্জেন্টিনার প্রথম বিভাগ | ৯ | ২ | ৩ | ০ | ৩ | ০ | – | ১৫ | ২ | ||
২০১৮–১৯ | আর্জেন্টিনার প্রথম বিভাগ | ১৪ | ১ | ৯ | ২ | ১৩ | ১ | ৪ | ০ | ৪০ | ৪ | |
২০১৯–২০ | আর্জেন্টিনার প্রথম বিভাগ | ১৫ | ১ | ৬ | ২ | ৪ | ০ | – | ২৫ | ৩ | ||
মোট | ৪৮ | ৪ | ১৯ | ৫ | ২১ | ১ | ৪ | ০ | ৯২ | ১০ | ||
বায়ার লেভারকুজেন | ২০১৯–২০ | বুন্দেসলিগা | ৩ | ০ | ২ | ০ | ২ | ০ | — | ৭ | ০ | |
২০২০–২১ | বুন্দেসলিগা | ৯ | ০ | ২ | ০ | ২ | ০ | — | ১৩ | ০ | ||
২০২১–২২ | বুন্দেসলিগা | ২৩ | ২ | ২ | ০ | ৭ | ১ | — | ৩২ | ৩ | ||
২০২২–২৩ | বুন্দেসলিগা | ১০ | ১ | ১ | ০ | ২ | ০ | — | ১৩ | ১ | ||
মোট | ৪৫ | ৩ | ৭ | ০ | ১৩ | ১ | — | ৬৫ | ৪ | |||
সর্বমোট | ৯৩ | ৭ | ২৬ | ৫ | ৩৪ | ২ | ৪ | ০ | ১৫৭ | ১৪ |
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
আর্জেন্টিনা | ২০১৮ | ২ | ০ |
২০১৯ | ২ | ০ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ১১ | ০ | |
২০২২ | ৬ | ০ | |
২০২৩ | ৫ | ০ | |
সর্বমোট | ২৮ | ০ |
রিভার প্লেট
আর্জেন্টিনা