ক্রিস্টেন বেল | |
---|---|
জন্ম | ক্রিস্টেন অ্যান বেল জুলাই ১৮, ১৯৮০ হানিংটন উডস, মিশিগান, যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | নিউইর্য়ক বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ডেক্স শেপার্ড (বি. ২০১৩) |
সন্তান | ২ |
ক্রিস্টেন অ্যান বেল (জন্ম জুলাই ১৮, ১৯৮০)[১] একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। মঞ্চ প্রযোজনায় তিনি তার কর্মজীবন শুরু করেন এবং ভর্তি হন নিউইর্য়কের টিসচ স্কুল অফ আর্টে। ২০০১ সালে, তিনি ব্রডওয়ে বেকি থ্যাচারের ছবিতে অভিনয় করেন দ্য অ্যাডভেঞ্চার অফ টম সায়েয়ার এবং ব্রডওয়েতে অভিনয় করেন দ্য ক্রুসবল চলচ্চিত্রের পুনরুজ্জীবনের পর পরের বছর। ২০০৪-এ , তিনি স্পার্টান চলচ্চিত্রে পার্শ্ব-অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেন। এতে তার প্রথম শীর্ষস্থানীয় অভিনয়ের প্রশংসা পেয়েছিলেন এবং গ্রাসি'স চয়েজ লাভ করেন।
বেল তার প্রথম প্রধান ভূমিকার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন কিশোর নোয়র টেলিভিশন ধারাবাহিক ভেরোনিকা মার্স (২০০৪-০৭) এ শিরোনাম চরিত্রে অভিনয়ের জন্য। তার পারফরম্যান্সের জন্য তাকে সেরা টেলিভিশন অভিনেত্রীর জন্য স্যাটার্ন পুরস্কার দেয়া হয়। তিনি এই সিরিজটিতে অভিনয় চালিয়ে যেতে থাকেন। ভেরোনিকা মার্সের সময়কালে তিনি, ম্যারি লেইন ভূমিকায় রেফার ম্যাডনেস: দ্য মুভি মিউজিক্যাল (২০০৫)-এ অভিনয় করেন, যেটি তিনি পূর্বেই নিউইর্য়কে এটির গীতিনাট্যে অভিনয় করেছিলেন। ২০০৭-এ, বেল স্কাই-ফি সিরিজ হিরোস টেলিভিশন ধারাবাহিকে এলি বিসহোপ চরিত্রে অভিনয় করেন।
বছর | শিরোনাম | ভূমিকা | ব্যাখ্যা |
---|---|---|---|
১৯৯৮ | পোলিশ ওয়েডিং | টিনেজ গার্ল | অস্বীকৃত[২] |
২০০১ | পোটি তাং | রেকর্ড এক্সিকিউটিভের কন্যা | |
২০০২ | পিপল আর ডেড | এঞ্জেলার বন্ধু #১ | |
২০০৩ | দ্য ক্যাট রির্টানস | হিরোমি (কন্ঠ) | ইংরেজি ডাব |
২০০৪ | স্পার্টান | লাউরা নিউটন | |
২০০৫ | রেফ্র ম্যাডনেস | ম্যারি লেইন | |
২০০৫ | ডিপওয়াটার | নার্সি লাউরি | |
২০০৫ | লাস্ট ডে অব আমেরিকা | ফ্রেন্ড ইন নিউইর্য়ক #১ | |
২০০৫ | দ্য রিসিপ্ট | প্রিটি গার্ল | শর্ট ফিল্ম |
২০০৬ | ফিফটি পিলস | গ্রেসি | |
২০০৬ | পালস | ম্যাটি | |
২০০৬ | রোমান | দি গার্ল / ইসিস | |
২০০৭ | ফ্লাটল্যান্ড: দ্য মুভি | হেক্স (কন্ঠ) | শর্ট ফিল্ম |
২০০৮ | ফ্যানবয়েস | জোয়ি | |
২০০৮ | ফরগেটিং সারাহ মার্শাল | সারাহ মার্শাল | |
২০০৯ | সিরিয়াস মুনলাইট | সারা | |
২০০৯ | অ্যাস্ট্রো বয় | কোরা (কন্ঠ) | |
২০০৯ | কাপলস রিট্রিয়েট | সিনথিয়া | |
২০১০ | অ্যাস্ট্রো বয় বনাম. দ্য জাঙ্কইর্য়াড পাইরেটস | কোরা (কন্ঠ) | শর্ট ফিল্ম |
২০১০ | লস্ট মাস্টারপিসেস অব পর্ণোগ্রাফি | জুন ক্রেনস | শর্ট ফিল্ম |
২০১০ | হোয়েন ইন রোম | বেথ | |
২০১০ | গেট হিম টু দ্য গ্রীক | সারাহ মার্শাল | |
২০১০ | ইউ এগেইন | মার্নি ওলসেন | |
২০১০ | বারলেসকিউই | নিকি | |
২০১১ | স্ক্রিম ৪ | কোলে | |
২০১২ | সেফটি নট গ্যারান্টেড | বেলিন্ডা সেন্ট সিন | |
২০১২ | বিগ মিরাকল | ঝিল জেরার্ড | |
২০১২ | ফ্লাটল্যান্ড ২: স্পেয়ারল্যান্ড | হেক্স (কন্ঠ) | |
২০১২ | হিট অন্ড রান | এনি | কো-প্রডিউসারও |
২০১২ | স্টাক ইন লাভ | ট্রিসিয়া | |
২০১৩ | মুভি ৪৩ | সুপারগার্ল | সেগমেন্ট: "সুপার হিরো স্পিড ডেটিং" |
২০১৩ | সাম গার্ল(স) | ববি | |
২০১৩ | দ্য লাইফগার্ড | লেই | |
২০১৩ | ফ্রোজেন | এনা (কন্ঠ) | |
২০১৪ | ভেরোনিকা মার্স | ভেরোনিকা মার্স | প্রযোজকও |
২০১৪ | ইউনিটি | অনুবাদক | ডকুমেন্টারি |
২০১৫ | ফ্রোজেন ফেভার | এনা (কন্ঠ) | শর্ট ফিল্ম |
২০১৬ | জোটোপিয়া | প্রিসলিয়া (কন্ঠ) | |
২০১৬ | দ্য বস | ক্লাইরি রাউলিংস | |
২০১৬ | ব্যাড মমস | কিকি | |
২০১৭ | দ্য ডাইজেষ্টার আর্টিষ্ট | তিনি নিজে | |
২০১৭ | চিপস | কারেন বাকের | |
২০১৭ | হাউ টু বি এ ল্যাটিন লাভার | চিন্ডি | |
২০১৭ | এ ব্যাড মমস ক্রিসমাস | কিকি | এখনো প্রযোজনায় রয়েছে |
২০১৭ | ওলফ'স ফ্রেজেন এ্যাডভেঞ্চার | এনা (কন্ঠ) | শর্ট ফিল্ম |
গানের শিরোনাম | পারফর্মার(s) | অবস্থান | সার্টিফিকেশন্স | অ্যালবাম | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ইউএস [৩] |
সিএএন [৩] |
এইউএস [৪] |
আইআরই [৫] |
কেওআর [৬] |
ইউকে [৭] | ||||
"ডু ইউ ওয়ান্ট টু বিল্ড এ স্নোম্যান?" | বেল, এগাটা লি মন, ক্যাটি লোপেজ | ৫১ | ৬১ | ৪৫ | ৩৫ | ৫ | ২৬ | Frozen (Original Motion Picture Soundtrack) | |
"ফর দ্য ফাস্ট টামম ইন ফরেভার" | বেল ও ইডিনা মেনজেল | ৫৭ | ৭০ | ৬২[৯] | ৫৪ | ৪ | ৩৮ | ||
"লাভ ইজ এন ওপেন ডোর" | বেল ও সান্টিনো ফনটানা | ৪৯ | — | ৯১[১১] | — | ২১ | ৫৬ |
| |
"টেক্সট মি মেরি ক্রিসমাস" | বেল ও স্ট্রেইট নো চেজার | — | — | — | — | — | — |