উন্নয়নকারী | গুগল ডেভেলপার ও কমিউনিটির স্বেচ্ছাসেবকগণ |
---|---|
প্রাথমিক সংস্করণ | ২ সেপ্টেম্বর ২০০৮ |
লেখা হয়েছে | সি, সি++, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন[১][২] |
অপারেটিং সিস্টেম | |
প্ল্যাটফর্ম | আইএ-৩২, এক্স৬৪, এআরএম |
ধরন | ওয়েব ব্রাউজার |
লাইসেন্স | |
ওয়েবসাইট | chromium |
ক্রোমিয়াম হলো একটি ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারকে সোর্স কোড প্রদানের জন্য গুগল এই প্রকল্পটি শুরু করে।[৫] গুগল ক্রোম এবং ক্রোমিয়াম ব্রাউজার একে অপরকে তাদের বেশিরভাগ কোড ও ফিচারসমূহ শেয়ার করে থাকে, যদিও উভয় ব্রাউজারের মধ্যে ফিচার, লোগো এবং লাইসেন্সিংয়ের ক্ষেত্রে সামান্য পার্থক্য রয়েছে। ক্রোমিয়াম প্রকল্পের নামটি নেওয়া হয় ক্রোমিয়াম নামক মৌল থেকে।[৬][৭][৮]
গুগল কর্তৃপক্ষ ক্রোমিয়াম ব্রাউজারকে মূলত বিএসডি লাইসেন্সের আওতায় প্রকাশ করে।[৯] এছাড়াও এটি ওপেন সোর্স লাইসেন্স, এমআইটি লাইসেন্স, এলজিপিএল লাইসেন্স সহ আরও কয়েকটি লাইসেন্সের আওতাভুক্ত।[১০]