গন গার্ল | |
---|---|
![]() | |
পরিচালক | ডেভিড ফিঞ্চার |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | জিলিয়ান ফ্লিন |
উৎস | জিলিয়ান ফ্লিন কর্তৃক গন গার্ল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | জেফ ক্রোনেনওয়েথ |
সম্পাদক | কার্ক ব্যাক্সটার |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৯ মিনিট[২] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৬১ মিলিয়ন[৩] |
আয় | $৩৬৯.৩ মিলিয়ন[৩] |
গন গার্ল (ইংরেজি: Gone Girl) হল ডেভিড ফিঞ্চার পরিচালিত ২০১৪ সালের মার্কিন মনস্তাত্ত্বিক রোমহর্ষক চলচ্চিত্র। জিলিয়ান ফ্লিনের ২০১২ সালের একই নামের উপন্যাস অবলম্বনে তিনি নিজেই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, রোজামন্ড পাইক, নিল প্যাট্রিক হ্যারিস ও টাইলার পেরি। মিজুরির পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে স্ত্রী অ্যামির (পাইক) হঠাৎ হারিয়ে যাওয়ার পর তার স্বামী নিক ডানের কার্যাবলি চিত্রিত হয়েছে, যাকে এই হারিয়ে যাওয়ার পিছনে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২৬শে সেপ্টেম্বর ৫২তম নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে এবং পরে ৩রা অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে ইতিবাচক সমালোচনা অর্জন করে এবং $৩৬৯ মিলিয়ন আয় করে ব্যবসা সফলতাও অর্জন করে। এটি ফিঞ্চারের পরিচালিত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।
রোজামন্ড পাইক তার অভিনয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া ফিঞ্চার সেরা পরিচালক বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার ও ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ফ্লিন শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৪]
গন গার্ল চলচ্চিত্রটি $৬১ মিলিয়ন নির্মাণ ব্যয়ের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে $১৬৭.৮ মিলিয়ন এবং বিশ্বব্যাপী অন্যান্য অঞ্চল থেকে $২০১.৬ মিলিয়নসহ মোট $৩৬৯.৩ মিলিয়ন উপার্জন করে।[৩] সকল ব্যয় হিসাব করে, ডেডলাইন হলিউড ধারণা করে যে চলচ্চিত্রটির আয় হয়েছিল $১২৯.৯৯ মিলিয়ন, যার ফলে এটি ২০১৪ সালের অন্যতম আয়কারী চলচ্চিত্র।[৬]
গন গার্ল চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা অর্জন করে, বিশেষ করে পাইকের অভিনয় প্রশংসিত হয়। রটেন টম্যাটোসে ৩৪৩টি পর্যালোচনার ভিত্তিতে ৮/১০ গড় রেটিং নিয়ে চলচ্চিত্রটির রেটিং স্কোর ৮৭%। ওয়েবসাইটটির পরিসংখ্যানে বলা হয়, "গম্ভীর, বুদ্ধিদীপ্ত, ও কেতাদুরস্ত, গন গার্ল পরিচালক ডেভিড ফিঞ্চারের সামর্থের ভূমিকা পালন করেছে, এবং তারকা বেন অ্যাফ্লেক ও রোজামন্ড পাইকের নিকট থেকে সর্বোচ্চটা বের করে এনেছে।"[৭] মেটাক্রিটিক চলচ্চিত্রটিকে ৪৯ জন সমালোচকের পর্যালোচনার ভিত্তিতে ৭৯/১০০ স্কোর প্রদান করেন, যা "সাধারণত ইতিবাচক পর্যালোচনা" নির্দেশ করে।[৮] সিনেমাস্কোরের দর্শকদের জরিপে চলচ্চিত্রটি বি গ্রেড লাভ করে।[৯][১০]