"গাংনাম স্টাইল" | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাই এর একক | ||||||||||||||||||
সাই ৬ (সিক্স রুলস), পর্ব ১ অ্যালবাম থেকে | ||||||||||||||||||
মুক্তি | ১৫ জুলাই ২০১২ | |||||||||||||||||
ফরম্যাট | সিডি একক, ডিজিটাল ডাউনলোড | |||||||||||||||||
রেকর্ড | ২০১২ | |||||||||||||||||
ধরন | কে-পপ[১][২] | |||||||||||||||||
সময় | ৩:৩৯ | |||||||||||||||||
লেবেল | YG, ইউনিভার্সাল রিপাবলিক, স্কুল বয় | |||||||||||||||||
গীতিকার | পার্ক জেয়-সাং, Yoo Gun-hyung[৩] | |||||||||||||||||
প্রযোজক | পার্ক জেয়-সাং, Yoo Gun-hyung, Yang Hyun-suk[৪] | |||||||||||||||||
সাই কালানুক্রম | ||||||||||||||||||
| ||||||||||||||||||
|
গ্যাংনাম স্টাইল | |
হাঙ্গুল | 강남스타일 |
---|---|
হাঞ্জা | 江南스타일 |
সংশোধিত রোমানীকরণ | Gangnamseuta-il |
ম্যাক্কিউন-রাইশাওয়া | Kangnamsŭt'ail |
গাংনাম স্টাইল হল (কোরীয়: 강남스타일, আইপিএ: [kaŋnam sɯtʰail]) দক্ষিণ কোরিয়ার গায়ক অনুযায়ী ১৮তম কে-পপ একক শিল্পী সাই। তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম সাই ৬ (ছয় বিধি) এর প্রথম একক অ্যালবাম, পর্ব ১ হিসেবে গানটি জুলাই ২০১২ সালে মুক্তি পেয়েছে এবং দক্ষিণ কোরিয়ার জেন চার্টে নম্বর এক হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে ছিল। ২১শে ডিসেম্বর, ২০১২ সালে "গ্যাংনাম স্টাইল" ইউটিউব এর প্রথম ভিডিও যা বিলিয়ন মানুষ দেখেছে।[৫] জাস্টিন বিবারের "বেবি" একক গানটির পরেই এটি সাইটির সর্বাধিক দেখা ভিডিও ছিল।[৬] ১৭ই জুলাই, ২০১৩ সালে পর্যন্ত ইউটিউব এ ১,৭৪৬ মিলিয়ন মানুষ দেখেছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গ্যাংনাম বলে একটা এলাকা আছে। সেখানকার বিলাসবহুল জীবনযাপনকারীদের ব্যঙ্গ করেই এ গান গাওয়া হয়েছে। গানটির কথা যতটা না মজার, তার চেয়ে বেশি অদ্ভুত দক্ষিণ কোরিয়ার সঙ্গীতশিল্পী সাইয়ের ঘোড়া-নাচ। অদ্ভুতুড়ে এ নৃত্যশৈলী কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব।[৭][৮]
এখন পর্যন্ত গোটা বিশ্বে ভিডিওটি দেখা হয়েছে ৪৪৯ কোটি ৯২ লাখ বার। ২.৫ কোটি ব্যক্তি ইউটিউবে গ্যাংনাম স্টাইলকে পছন্দ করেছেন। ফলে গানটি এখন গিনেস বুকের পাতায় স্থান পেয়েছে। এর আগে ২০১০ সালে কিশোর সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের গাওয়া ‘বেবি’ সবচেয়ে জনপ্রিয় ইউটিউব ভিডিও ছিল। বিবারের ম্যানেজার স্কুটার ব্রনের টুইটার অ্যাকাউন্টে গানটি পোস্ট করা পর থেকে যুক্তরাষ্ট্র গ্যাংনাম জ্বরে আক্রান্ত।[৭][৮]
২০১২ সালের জুলাইয়ে রিলিজ হওয়ার পর গ্যাংনাম জ্বরে কাঁপছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় সাইয়ের গাওয়া এ গান এখন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ভিডিও। শুধু সঙ্গীতপ্রেমীরাই নয়, টি২০ ওয়ার্ল্ড কাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ, ফিলিপাইনের কারাবন্দিরা, চীনের জনপ্রিয় শিল্পী আই ওইওই, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, চীনা রোবট, বলিউডের নায়ক অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ মহাতারকাদের অনেকে এখন গ্যাংনাম জ্বরে আক্রান্ত। এ গান নিয়ে অনেক জায়গায় প্যারোডি ভিডিও বানানো হয়েছে। যুক্তরাজ্যের ইটন কলেজের ছাত্ররা এবং টিভি সিরিজ স্টার ট্রেকের ভাষা লিংঅনে গ্যাংনাম স্টাইল গাওয়া প্যারোডি বেশ পরিচিতি লাভ করেছে।[৭]