ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | Getaneh Kebede Gebeto | ||
জন্ম | ২ এপ্রিল ১৯৯২ | ||
জন্ম স্থান | Addis Ababa, Ethiopia | ||
উচ্চতা | 1.78 m | ||
মাঠে অবস্থান | Striker | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | Fasil Kenema | ||
যুব পর্যায় | |||
2007–2010 | Debub Police | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
2010–2013 | Dedebit | 80 | (40) |
2013–2016 | Bidvest Wits | 27 | (6) |
2015–2016 | → University of Pretoria (loan) | 19 | (2) |
2016–2018 | Dedebit | (25) | |
2018–2021 | Saint George | 21 | (16) |
2021–2023 | Wolkite City | 62 | (34) |
2023– | Fasil Kenema | 0 | (0) |
জাতীয় দল‡ | |||
2010–2022 | Ethiopia | 66 | (33) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 6 July 2023[১] তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 17 January 2022 তারিখ অনুযায়ী সঠিক। |
গেতানেহ কেবেদে গেবেতো ( আমহারীয়: ጌታነህ ከበደ ; জন্ম ২ এপ্রিল ১৯৯২) একজন ইথিওপীয় পেশাদার ফুটবলার, যিনি ইথিওপীয় প্রিমিয়ার লিগ ক্লাব ফাসিল কেনেমার হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন।
গেতানেহ ইথিওপিয়ার আদ্দিস আবাবায় জন্মগ্রহণ করেন। তিনি ডেবুব পুলিশ দিয়ে তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন, যার আগে তিনি দেদেবিতে চলে আসেন। তিনি ২০১৩ ইথিওপীয় প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১৯ জুলাই ২০১৩-এ ঘোষণা করা হয় যে গেতানেহ বিডভেস্ট উইটসের সাথে একটি পরীক্ষায় সফল হয়েছেন এবং দলের সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।[২] ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি তার পুরানো ক্লাব দেদেবিতেতে যোগ দেন। ১৪ আগস্ট ২০১৮-এ, ২৯-বারের লিগ চ্যাম্পিয়ন সেন্ট জর্জ ঘোষণা করেছিল যে তারা গেতানেহকে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করিয়েছেন।[৩]