ছিররিউ আল-সাকতী | |
---|---|
![]() | |
জন্ম | ৭৭২ সাল বাগদাদ, ইরাক |
মৃত্যু | ৮৬৭ সাল (৯৪-৯৫ বছর) |
শ্রদ্ধাজ্ঞাপন | ইসলাম |
যার দ্বারা প্রভাবিত | মারূ’ফ কারখী |
যাদের প্রভাবিত করেন | জুনাইদ বাগদাদী |
সুফিবাদ এবং তরিকা |
---|
![]() |
![]() ![]() |
শায়খ ছিররিউ সাকতী (মৃত্যু: ৮৬৭ সাল) ছিররিউ সাকতী হিসেবেও পরিচিত (আরবি:سری سقطی)। তিনি বাগদাদের প্রথমদিকের মুসলিম সুফিদের একজন ছিলেন। তিনি হলেন সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া ও সিলসিলায়ে আলিয়া সোহরাওয়ার্দীর আকাবের মাশায়েখ।[১] তিনি ছিলেন মারুফ কারখীর অন্যতম প্রভাবশালী ছাত্র।[২] তিনি বিশর আল-হাফীর বন্ধু ছিলেন এবং জুনাইদ বাগদাদীর মামা ও আধ্যাত্মিক শিক্ষক ছিলেন।[৩]
ছিররিউ সাকতী ১৫৫ হিজরীতে বাগদাদ শরীফে জন্মগ্রহণ করেন। তার নাম ছিরু আল-দ্বীন ও উপাধি আবুল হাসান। তবে তিনি ছিররিউ সাকতী নামে বিখ্যাত। তার পিতার নাম মুগাল্লিস।
ছিররিউ সাকতী বাগদাদের বিখ্যাত সুফি সাধক ছিলেন। তিনি মারূ’ফ কারখীর ছাত্র ছিলেন এবং তাঁর কাছ থেকে খিরকা সুফিবাদ লাভ করেছিলেন। তিনি জুনাইদ বাগদাদীর মামা ও শিক্ষকও ছিলেন।[৪]