জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম

জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকচাদ স্টাহেলস্কি
প্রযোজক
চিত্রনাট্যকার
কাহিনিকারডেরেক কলস্টাড
উৎসডেরেক কলস্টাড কর্তৃক 
চরিত্রসমূহ
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকড্যান লাউস্টসেন
সম্পাদকএভান শিফ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকলায়ন্সগেট
মুক্তি
  • ৯ মে ২০১৯ (2019-05-09)
;
  • ১৭ মে ২০১৯ (2019-05-17)
স্থিতিকাল১৩১ মিনিট[]
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৭৫ মিলিয়ন[][]
আয়$৩২৭.৭ মিলিয়ন[]

জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম একটি ২০১৯ সালের মার্কিন একশন থ্রিলার চলচ্চিত্র যা চাদ স্টাহেলস্কি পরিচালিত এবং ডেরেক কলস্টাড, শ্য হ্যাটেন, ক্রিস কলিন্স এবং মার্ক আব্রামস লিখিত চিত্রনাট্য থেকে নির্মিত। এটি জন উইক: চ্যাপ্টার ২ (২০১৭)-এর সিক্যুয়েল এবং জন উইক' কিস্তি র তৃতীয় কিস্তি। এতে কিয়ানু রিভস প্রধান চরিত্র জন উইক-এর ভূমিকায় অভিনয় করেছেন; এছাড়াও অন্যান্য সহ-অভিনেতার মধ্যে আছেন হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকাসকোস, এশিয়া কেট ডিলন, ল্যান্স রেডডিক, অ্যাঞ্জেলিকা হুস্টন এবং ইয়ান ম্যাকশেইন। চলচ্চিত্রটি জন উইকের ওপর হত্যার জন্য পুরস্কার ঘোষণার পর তাঁর পশ্চাদ্ধাবনকারী অসংখ্য হত্যাকারীর হাত থেকে বেঁচে থাকার লড়াই ঘিরে আবর্তিত।

অক্টোবর ২০১৬-এ স্টাহেলস্কি জানান যে তৃতীয় জন উইক চলচ্চিত্র তৈরির কাজ চলছে; জুন ২০১৭-এ আনুষ্ঠানিক ঘোষণা আসে যখন রিভস এবং কলস্টাডের ফেরার বিষয়টি নিশ্চিত হয় এবং জানুয়ারি ২০১৮-এ স্টাহেলস্কির প্রত্যাবর্তনের খবর প্রকাশিত হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে অধিকাংশ আগের ছবির অভিনেতা ও কলাকুশলীদের ফিরে আসা নিশ্চিত হয় এবং মে ২০১৮-এ নতুন সদস্যরা দলের সঙ্গে যোগ দেন। মূল চলচ্চিত্রগ্রহণ শুরু হয় ২০১৮ সালের মে মাসে এবং একই বছরের নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল; শুটিং স্থানগুলির মধ্যে নিউ ইয়র্ক শহর এবং কাসাব্লাঙ্কা অন্তর্ভুক্ত ছিল।

জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম ৯ মে ২০১৯ তারিখে নিউ ইয়র্কের রিগ্যাল ইউনিয়ন স্কয়ারে উদ্বোধনী প্রদর্শনী (প্রিমিয়ার) অনুষ্ঠিত হয় এবং ১৭ মে ২০১৯ তারিখে যুক্তরাষ্ট্রে লায়ন্সগেটের মাধ্যমে মুক্তি পায়। এটি সমালোচকদের থেকে অত্যন্ত ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল; চলচ্চিত্রটির অ্যাকশন দৃশ্যাবলী, চিত্রধর্মী শৈলী ও রিভসের অভিনয়ের প্রশংসা করা হয়। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী $৩২৭.৭ মিলিয়ন আয় করে এবং মুক্তির মাত্র ১০ দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়।[] একটি সিক্যুয়েল, জন উইক: চ্যাপ্টার ৪, মার্চ ২০২৩ সালে মুক্তি পেয়েছে,[][] এবং একটি স্পিন-অফ চলচ্চিত্র, ব্যালেরিনা, জুন ২০২৫-এ মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।[][]

পটভূমি

[সম্পাদনা]

জন উইক ম্যানহাটনে পলাতক অবস্থায় আছেন; হাই টেবিলের এক অপরাধ-প্রধান স্যান্টিনো ডি’অ্যান্টোনিওকে কন্টিনেন্টাল হোটেলের প্রাঙ্গণে হত্যার জন্য তাকে “এক্সকম্যুনিকাডো” (সমাজচ্যুত) ঘোষণা করা হয়েছে।[] জন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে একটি স্মারক মুদ্রা এবং একটি জপমালা সংগ্রহ করেন। এরপর জন একটি ভাড়াটে খুনি আর্নেস্টের সাথে লড়াইয়ে আহত হন এবং একজন ভূগর্ভস্থ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যান। জনের এক্সকম্যুনিকাডো অবস্থা কার্যকর হয়ে যাওয়ায় ডাক্তার সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে পারেন না, ফলে জনকে নিজের ক্ষত নিজেকেই সেলাই করতে হয়। ক্লিনিক ত্যাগ করার পরপরই তিনি বিভিন্ন দলের হত্যাকারীদের আক্রমণের মুখে পড়েন এবং জন সবাইকে হত্যা করে পালান।

জন উইক এরপর রাস্কা রোমা অপরাধ সংগঠনের প্রধান দ্য ডিরেক্টরের কাছে যান। তিনি তাঁর জপমালা উপস্থাপন করে মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় নিরাপদে পৌঁছানোর দাবি জানান। জন একসময় এই দলের সদস্য ছিলেন বলে ডিরেক্টর অনিচ্ছাসত্ত্বেও রাজি হন। এসময় আরও প্রকাশ পায় যে জন উইকের জন্মগত নাম জার্দানি ইয়োভোনোভিচ। অন্যদিকে একজন উচ্চ টেবিল অ্যাডজুডিকেটর নিউ ইয়র্ক কন্টিনেন্টালের ব্যবস্থাপক উইনস্টন এবং বাওয়ারি কিং-এর সাথে দেখা করে জানায় যে জনকে সহায়তা করার কারণে তাদের দুজনকে সাত দিনের মধ্যে নিজেদের পদ থেকে ইস্তফা দিতে হবে। অ্যাডজুডিকেটর জিরো নামে এক জাপানি হত্যাকারীকে সঙ্গে নেয় এবং জনকে সাহায্য করার শাস্তিস্বরূপ ডিরেক্টরের দুই হাতে তলোয়ার বিদ্ধ করার নির্দেশ দেয়। ক্যাসাব্লাঙ্কায় জন তার পুরনো বন্ধু ও সেখানে কন্টিনেন্টাল হোটেলের ব্যবস্থাপক সোফিয়ার সাথে দেখা করেন।

জন তার কাছে থাকা স্মারক-মুদ্রা সোফিয়াকে দেখান, যা অনুযায়ী সোফিয়া জনের কাছে একটি ঋণে বাঁধা (জন একসময় সোফিয়ার কন্যাকে বাঁচিয়ে তাকে আড়ালে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন)। জন হাই টেবিলের ঊর্ধ্বতন একমাত্র ব্যক্তি এল্ডারের কাছে যাওয়ার দাবি জানান; একমাত্র এল্ডারই জনের এক্সকম্যুনিকাডো অবস্থা প্রত্যাহার করতে পারে। সোফিয়া অনিচ্ছায় জনকে তার প্রাক্তন বস বেরাদার কাছে নিয়ে যায়। বেরাদা জনকে জানান যে জন মরুভূমিতে যতক্ষণ না আর হাঁটতে পারছে না ততক্ষণ পথ চললেই কেবল এল্ডারকে খুঁজে পাবে। জনের সহায়তার বদলে সোফিয়ার প্রশিক্ষিত কুকুরগুলোর একটি দাবি করলে সোফিয়া রাজি না হওয়ায় বেরাদা কুকুরটির ওপর গুলি চালায়, তবে কুকুরটির বুলেটপ্রুফ বর্ম থাকায় বেঁচে যায়। সোফিয়া বেরাদাকে হত্যা করতে উদ্যত হলে জন তাকে নিবৃত্ত করেন। তারা দু’জন বেরাদার আস্তানা থেকে বন্দুকধারীদের সাথে লড়াই করে পালিয়ে মরুভূমিতে প্রবেশ করেন, যেখানে সোফিয়া জনকে একা রেখে ফিরে যান।

সাত দিন পরে অ্যাডজুডিকেটর ও জিরো বাওয়ারি কিং-এর মুখোমুখি হয়। বাওয়ারি কিং জনের প্রতি সাহায্যের দায় স্বীকার করে পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে জিরোর শিষ্যরা বাওয়ারি কিং-এর অনুসারীদের হত্যা করে এবং জিরো নিজে তার তলোয়ার দিয়ে বাওয়ারি কিংকে সাতবার আঘাত করে। এদিকে জন মরুভূমিতে অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে এল্ডারের কাছে নিয়ে যাওয়া হয়। জন জানায় যে সে জীবিত থাকতে চায়, কারণ সে তার প্রয়াত স্ত্রীর সঙ্গে যে ভালোবাসা অনুভব করেছিল তার স্মৃতি বহাল রাখতে চায়।[] এল্ডার জনকে ক্ষমা করতে সম্মত হয়, শর্ত দেয় যে জনকে বাকি জীবন উচ্চ টেবিলের অনুগত থেকে উইনস্টনকে হত্যা করতে হবে। আনুগত্য প্রদর্শনের জন্য জন নিজের অনামিকা আঙুলটি কেটে ফেলেন এবং নিজের বিবাহের আংটি এল্ডারকে সমর্পণ করেন।

নিউ ইয়র্কে ফিরে আসার পর, জন কন্টিনেন্টালের সীমানায় পৌঁছানোর আগেই জিরো ও তার শিষ্যদের আক্রমণের শিকার হন। অ্যাডজুডিকেটর উপস্থিত হলে উইনস্টন পদত্যাগে অস্বীকার করেন এবং জনও উইনস্টনকে হত্যা করতে অসম্মতি জানান। এর ফলে অ্যাডজুডিকেটর কন্টিনেন্টালের নিরপেক্ষ মর্যাদা বাতিল করে এবং উচ্চ টেবিলের ভারী অস্ত্রধারী বাহিনী ও জিরোকে জন ও উইনস্টনকে হত্যার জন্য পাঠায়। উইনস্টন জনকে অস্ত্রশস্ত্র এবং কনসিয়ার্জ চারনের নেতৃত্বে হোটেল কর্মীদের সহায়তা দেন। জন আক্রমণকারী সকল সেনাকে পরাস্ত করেন। তারপর জিরো ও তার শিষ্যরা জনের ওপর আড়াল থেকে হামলা করে; জন লড়াই করে শিষ্যদের মধ্যে দু’জন ব্যতীত সবাইকে মেরে ফেলেন। জিরোয়ের সাথে তীব্র লড়াইয়ের পর জন তাকে পরাজিত করে মৃত্যুর মুখে ফেলে যান। কন্টিনেন্টালের ছাদে অ্যাডজুডিকেটর উইনস্টনের সাথে আলোচনায় বসে এবং উইনস্টন উচ্চ টেবিলের প্রতি আনুগত্য প্রদর্শনের প্রস্তাব দেন।

জন সেখানে উপস্থিত হলে উইনস্টন তাকে গুলি করেন এবং জন হোটেলের ছাদ থেকে রাস্তায় পড়ে যান। উইনস্টন তার অবস্থানে পুনঃপ্রতিষ্ঠিত হন, আর গুরুতর আহত জনকে গোপন আস্তানায় বাওয়ারি কিং-এর কাছে পৌঁছে দেওয়া হয়; তারা দুজন উচ্চ টেবিলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার বিষয়ে একমত হন।

কুশীলব

[সম্পাদনা]

নির্মাণ

[সম্পাদনা]

২০১৬ সালের অক্টোবর মাসে জন উইক সিরিজের তৃতীয় চলচ্চিত্র তৈরি হচ্ছে বলে চাদ স্টাহেলস্কি জানান।[১০] একই বছরের ১০ অক্টোবর কোলাইডার-এ প্রকাশিত হয় যে তৃতীয় পর্বের কাজ চলছে এবং চ্যাপ্টার ২ সম্পর্কিত কিছু তথ্য ইঙ্গিত দেওয়া হয়।[১১] জুন ২০১৭-এ রিপোর্ট আসে যে আগের দুটি ছবির লেখক ডেরেক কলস্টাড তৃতীয় পর্বের চিত্রনাট্য রচনায় ফিরে আসবেন।[১২] ২০১৮ সালের জানুয়ারিতে জানানো হয় যে স্টাহেলস্কি আবার পরিচালনায় ফিরবেন।[১৩]

কিয়ানু রিভসের মতে চলচ্চিত্রটির উপশিরোনাম প্রাচীন রোমানের বিখ্যাত উক্তি “Si vis pacem, para bellum” থেকে নেওয়া হয়েছে, যার অর্থ “শান্তি চাইলে, যুদ্ধের প্রস্তুতি নাও”।[১৪] নিউ ইয়র্ক টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ান ম্যাকশেইন বলেন যে ছবিটি অনেক বড় এবং চমৎকার হবে এবং আগের মতো কিছুই একই থাকবে না; এছাড়া তিনি ইঙ্গিত করেন যে এই পর্বে হাই টেবিল কেবল উইকের উপর নয়, তার ঘনিষ্ঠ বন্ধু উইনস্টনের উপর প্রতিশোধ নিতেও সক্রিয় হতে পারে।[১৫]

অভিনয় নির্বাচন

[সম্পাদনা]

২০১৮ সালের জানুয়ারিতে খবর পাওয়া যায় যে হিরোয়ুকি সানাডা অভিনয়দলে যোগ দেওয়ার জন্য আলোচনায় আছেন।[১৩] সানাডা মূলত জিরো চরিত্রে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু অ্যাকিলিসের গাঁট ছিঁড়ে গেলে ভূমিকা মার্ক ড্যাকাসকোসকে দেওয়া হয়।[১৬] পরে প্রকাশিত হয় যে ইয়ান ম্যাকশেইন, লরেন্স ফিশবার্নল্যান্স রেডডিক আগের চলচ্চিত্রগুলোর ভূমিকাগুলোতে আবার অভিনয় করবেন।[১৭] ২০১৮ সালের মে মাসে হ্যালি বেরি, অ্যাঞ্জেলিকা হুস্টন, এশিয়া কেট ডিলন, মার্ক ড্যাকাসকোস, জেসন ম্যান্টজুকাস, ইয়ায়ান রুহিয়ান, চেচেপ আরিফ রহমান এবং টাইগার চেন অভিনয়দলে যোগ দেন।[১৮][১৯][২০] ২০১৮ সালের নভেম্বর মাসে সাঈদ তাঘমাওয়ি নিশ্চিত করেন যে তিনি এই চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন।[২১]

চিত্রগ্রহণ

[সম্পাদনা]

মূল চিত্রগ্রহণ ৫ মে ২০১৮ তারিখে নিউ ইয়র্ক সিটিতে শুরু হয় এবং পাশাপাশি কাসাব্লাঙ্কাতেও কিছু অংশ ধারণ করা হয়। শুটিং নভেম্বর ১৭, ২০১৮ পর্যন্ত স্থায়ী হয়।[১৭][২১][২২] চিত্রগ্রাহক ড্যান লাউস্টসেন-কে জিজ্ঞাসা করা হয়েছিল উচ্চ-অকশন দৃশ্যে যতটা সম্ভব দীর্ঘ শট ও ওয়াইড ফ্রেম ব্যবহার করা কতটা কঠিন ছিল। তিনি জানান, “অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, কারণ সব মারামারিগুলোর ক্ষেত্রে—চ্যাড (স্টাহেলস্কি) নিজেই বেশির ভাগ লড়াই করেন। আমরা যতটা পারি ওয়াইডভাবে দৃশ্য ধারণ করি, যাতে দেখা যায় তিনিই লড়ছেন। আমরা বারবার এটা করার চেষ্টা করি এবং যতটা দীর্ঘ শট রাখা যায় ততটাই রাখি। অবশ্যই, চ্যাডের স্টান্ট জগতের অভিজ্ঞতা থাকায় তিনি ভালোভাবেই জানেন কীভাবে এগুলো মঞ্চস্থ করতে হয়। আমি বিশ্বের সেরা স্টান্টমান নই, কিন্তু শিখছি।”[২৩] জিমি ফ্যালনের সাথে এক সাক্ষাৎকারে হ্যালি বেরি জানান, মহড়ার সময় তিনি “তিনটি পাঁজর ভেঙেছিলেন”।[২৪] ছবিটির একটি অ্যাকশন দৃশ্যে এনবিএ বাস্কেটবল খেলোয়াড় বোবান মারিয়ানোভিচ অভিনীত খুনি আর্নেস্ট চরিত্রকে জন উইকের সাথে লড়তে দেখানো হয়েছে। এই লড়াইটির ধারণা নেওয়া হয়েছিল ব্রুস লি অভিনীত ছবি গেম অব ডেথ (১৯৭২)-এর থেকে, যেখানে লি এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) তারকা করিম আব্দুল-জব্বারের সঙ্গে লড়াই করেন।[২৫] অন্যান্য বেশিরভাগ স্টান্ট দৃশ্যের তুলনায় এই লড়াই দৃশ্যে আর্নেস্ট কিছু সংলাপ উচ্চারণ করে উইকের সঙ্গে ঠাট্টা করে, যদিও শেষ পর্যন্ত তাকেও পরাজিত হতে হয়।

ভিজ্যুয়াল এফেক্ট

[সম্পাদনা]

চলচ্চিত্রটির দৃশ্যমান বিশেষ প্রভাবের কাজ করেছে মেথড স্টুডিওস, ইমেজ ইঞ্জিন এবং সোহো VFX।[২৬]

সঙ্গীত

[সম্পাদনা]

টাইলার বেটস ও জোয়েল জে. রিচার্ড আবার এই ছবির সুরারোপ (সংগীতায়োজন) করেছেন। চলচ্চিত্রটির সাউন্ডট্র্যাক Varèse Sarabande লেবেল থেকে প্রকাশিত হয়। ছবিটির থিম সং হলো ইংরেজ রক ব্যান্ড বুশ-এর “Bullet Holes”। টাইলার বেটস ব্যান্ডটির সঙ্গে কাজ করার সময় গানটি চলচ্চিত্রের জন্য উপযুক্ত হবে বলে মনে করেন এবং তিনি চাদ স্টাহেলস্কিকে গানটি পাঠান।[২৭] এছাড়া জাপানি পপ শিল্পী ক্যারি পামিউ পামিউ-এর “Ninja Re Bang Bang” গানটিও ছবিতে ব্যবহৃত হয়েছে।[২৮]

বিপণন

[সম্পাদনা]

এই ছবিটির বিপণনে প্রিন্ট ও বিজ্ঞাপনের পেছনে আনুমানিক $৪৮ মিলিয়ন ব্যয় করা হয়েছিল।[২৯]

মুক্তি

[সম্পাদনা]

প্রেক্ষাগৃহে মুক্তি

[সম্পাদনা]

প্যারাবেলাম ৯ মে ২০১৯ তারিখে নিউ ইয়র্কের ব্রুকলিনে উদ্বোধনী প্রদর্শনী (প্রিমিয়ার) সম্পন্ন করে।[৩০] ছবিটি যুক্তরাষ্ট্রে ১৭ মে ২০১৯ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, পরিবেশক ছিল লায়ন্সগেট

হোম মিডিয়া

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২৩ আগস্ট ২০১৯-এ ডিজিটাল এইচডি ফরম্যাটে প্রকাশিত হয় এবং ১০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ডিভিডি, ব্লু-রেআলট্রা এইচডি ব্লু-রে ডিস্কে লায়ন্সগেট হোম এন্টারটেইনমেন্টের মাধ্যমে বাজারে আসে।[৩১]

গ্রহণ

[সম্পাদনা]

বক্স অফিস

[সম্পাদনা]

জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম যুক্তরাষ্ট্র ও কানাডায় $১৭১ মিলিয়ন এবং অন্যান্য অঞ্চলে $১৫৬.৭ মিলিয়ন আয় করে; মোট বিশ্বব্যাপী আয় দাঁড়ায় $৩২৭.৭ মিলিয়ন।[] Deadline Hollywood হিসাব করে দেখে যে সকল খরচ ও আয় বিবেচনায় ছবিটির নিট মুনাফা প্রায় $৮৯ মিলিয়ন।[২৯] যুক্তরাষ্ট্র ও কানাডায় প্যারাবেলাম মুক্তির প্রথম সপ্তাহান্তে এ ডগস জার্নিThe Sun Is Also a Star-এর সাথে প্রতিযোগিতায় ছিল এবং ৩,৮৫০টি থিয়েটার থেকে উদ্বোধনী সপ্তাহান্তে $৩০–৪০ মিলিয়ন আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।[৩২][৩৩] ছবিটি বৃহস্পতিবার রাতের প্রাক-প্রদর্শনী থেকে $৫.৯ মিলিয়ন আয় করে, যা পূর্ববর্তী দুই ছবির বৃহস্পতিবার প্রিভিউ আয়ের ($৯৫০,০০০ ও $২.২ মিলিয়ন) সম্মিলিত অঙ্ককেও ছাড়িয়ে যায়। এরপর প্রথম দিনে (প্রাক-প্রদর্শনীসহ) এটি $২২.৭ মিলিয়ন আয় করে এবং পূর্বাভাসিত উদ্বোধনী আয়ের পরিমাণ $৫৬ মিলিয়নে উন্নীত হয়। শেষ পর্যন্ত ছবিটি $৫৭ মিলিয়ন আয় দিয়ে খুলে, বক্স অফিসে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-কে শীর্ষস্থান থেকে সরিয়ে প্রথম স্থান অধিকার করে।[৩৪] এটি সিরিজের মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়, যা প্রথম চলচ্চিত্রের সমগ্র দেশীয় আয়ের ($৪৩ মিলিয়ন) চেয়েও বেশি।[৩৫] দ্বিতীয় সপ্তাহান্তে চলচ্চিত্রটি আরও $২৪.৪ মিলিয়ন আয় করে, নতুন মুক্তিপ্রাপ্ত আলাদীন-এর পরে দ্বিতীয় স্থানে নেমে যায়।[৩৬] তৃতীয় সপ্তাহান্তে এটি $১১.১ মিলিয়ন এবং চতুর্থ সপ্তাহান্তে $৬.৪ মিলিয়ন আয় করে।[৩৭][৩৮]

সমালোচকদের প্রতিক্রিয়া

[সম্পাদনা]

Rotten Tomatoes-এ চলচ্চিত্রটির অনুমোদনের হার ৮৯% (৩৫৯টি পর্যালোচনার উপর ভিত্তি করে), গড় রেটিং ৭.৫/১০। সাইটটির সমালোচক সম্মতিতে বলা হয়েছে, “জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম আরও একদফা দুরন্ত অ্যাকশন নিয়ে হাজির হয়েছে, অতিরঁজিত মারামারিগুলোও মুন্সিয়ানার সঙ্গে কোরিওগ্রাফ করা যা ফ্র্যাঞ্চাইজি-ভক্তরা প্রত্যাশা করেন।”[৩৯] Metacritic-এ ছবিটির ওজনকৃত গড় স্কোর ১০০-এর মধ্যে ৭৩ (৫০ জন সমালোচকের ওপর ভিত্তি করে), যা “সাধারণত অনুকূল পর্যালোচনা” নির্দেশ করে।[৪০] দর্শকদের প্রতিক্রিয়া হিসাবকারী CinemaScore-এ গড়ে দর্শকরা ছবিটিকে A+ থেকে F স্কেলে “A−” গ্রেড দিয়েছে, যা আগের পর্বের সমান; PostTrak-এ দর্শকদের স্কোর ৫ এর মধ্যে ৪.৫ তারকা এবং ৭৫% “নিশ্চিত সুপারিশ”।[৪১] রটেন টমেটোস ২০১৯ সালের সেরা অ্যাকশন চলচ্চিত্রের তালিকায় এই ছবিটিকে ২ নম্বরে স্থান দেয়।[৪২]

রজারইবার্ট ডটকম-এর পিটার সবচিনস্কি ছবিটিকে ৪/৪ তারকা দিয়ে প্রশংসা করে বলেন এটি “এমন এক পপ-সিনেমার উদাহরণ যা অত্যন্ত রোমাঞ্চকর (যদিও নিষ্ঠুরভাবে সহিংস) বিনোদন দেয় যে হল থেকে বেরিয়ে আসার পর পাশের মাল্টিপ্লেক্সের অন্যান্য ছবিগুলোর প্রতি আপনার আরও ক্ষোভ জন্মাবে, তারা কেন এতটা চেষ্টা করে না।”[৪৩] এন্টারটেইনমেন্ট উইকলি-এর ক্রিস ন্যাশাওয়াটি ছবিটিকে “A−” গ্রেড দিয়ে লিখেছেন, “চমৎকারভাবে কোরিওগ্রাফ করা এবং পরিমিতিহীন সহিংস অ্যাকশন চলচ্চিত্র হিসেবে এটি উচ্চমার্গের শিল্প।”[৪৪] দ্য অবজারভার-এর ওয়েন্ডি আইডে ছবিটিকে ৫-এর মধ্যে ৪ তারকা দিয়ে এটিকে “ইন্দ্রিয়ে আঘাত হানা উড়ন্ত এক লাথি” বলে অভিহিত করেছেন এবং লিখেছেন “কিয়ানু রিভসের মারামারি ফ্র্যাঞ্চাইজির চমকপ্রদ তৃতীয় কিস্তিটি অপার বৈভবময় মার্শাল আর্টস দৃশ্য দিয়ে বিমোহিত করে।”[৪৫]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বিভাগ প্রাপক ফলাফল
আর্ট ডিরেক্টরস গিল্ড পুরস্কার[৪৬] সর্বश्रेष्ठ সমকালীন চলচ্চিত্র কেভিন ক্যাভানা (প্রোডাকশন ডিজাইনার) মনোনীত
অস্টিন চলচ্চিত্র সমালোচক সংস্থা[৪৭] সেরা স্টান্ট জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম বিজয়ী
বিএমআই পুরস্কার[৪৮] বিএমআই চলচ্চিত্র সঙ্গীত জোয়েল জে. রিচার্ড (সুরকার)
টাইলার বেটস (সুরকার)
বিজয়ী
ব্রিটিশ চলচ্চিত্র ডিজাইনারস গিল্ড[৪৯] আন্তর্জাতিক স্টুডিও ফিচার ফিল্ম – সমকালীন কেভিন ক্যাভানা (প্রোডাকশন ডিজাইনার)
ইয়ান বেইলি (সুপারভাইজিং আর্ট ডিরেক্টর)
ক্রিস শ্রাইভার (সুপারভাইজিং আর্ট ডিরেক্টর)
ডেভিড শ্লেসিঙ্গার (সেট ডেকোরেটর)
লেতিজিয়া সান্তুচ্চি (সেট ডেকোরেটর)
বিজয়ী
ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডস[৫০] সেরা অ্যাকশন চলচ্চিত্র জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম মনোনীত
গোল্ডেন রাস্পবেরি পুরস্কার[৫১] রেজি রিডিমার পুরস্কার কিয়ানু রিভস মনোনীত
গোল্ডেন শ্মোজ পুরস্কার[৫২] বছরের প্রিয় তারকা কিয়ানু রিভস বিজয়ী
বছরের সেরা চরিত্র জন উইক দ্বিতীয় স্থান (রানার-আপ)
বছরের প্রিয় চলচ্চিত্র পোস্টার জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম মনোনীত
বছরের সেরা অ্যাকশন দৃশ্য দোকানের নাইফ-ফাইট দ্বিতীয় স্থান (রানার-আপ)
চূড়ান্ত লড়াই মনোনীত
গোল্ডেন টমেটো পুরস্কার[৫৩][৫৪][৫৫][৫৬] সেরা-পর্যালোচিত অ্যাকশন ও অ্যাডভেঞ্চার চলচ্চিত্র জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম বিজয়ী
দর্শকপ্রিয় চলচ্চিত্র সপ্তম স্থান
গোল্ডেন ইয়ার পুরস্কার কিয়ানু রিভস বিজয়ী
দর্শকপ্রিয় অভিনেতা মনোনীত
গোল্ডেন ট্রেলার পুরস্কার[৫৭] সর্বোত্তম শো (বেস্ট ইন শো) জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম বিজয়ী
সেরা অ্যাকশন ট্রেলার বিজয়ী
সেরা সামার ২০১৯ ব্লকবাস্টার ট্রেলার বিজয়ী
সেরা অ্যাকশন পোস্টার বিজয়ী
সেরা টিজার পোস্টার বিজয়ী
সেরা অ্যাকশন টিভি স্পট (ফিচার ফিল্ম) মনোনীত
সেরা হোম এন্টারটেইনমেন্ট অ্যাকশন ট্রেলার মনোনীত
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার[৫৮][৫৯] সেরা স্টান্ট ওয়ার্ক জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম বিজয়ী
সেরা অ্যাকশন/ওয়ার চলচ্চিত্র মনোনীত
হিউস্টন চলচ্চিত্র সমালোচক সমাজ[৬০][৬১] সেরা স্টান্ট সমন্বয় দল বিজয়ী
সেরা মুভি পোস্টার আর্ট মনোনীত
আইজিএন পুরস্কার[৬২] সেরা অ্যাকশন চলচ্চিত্র বিজয়ী
পিপলস চয়েস বিজয়ী: সেরা অ্যাকশন চলচ্চিত্র বিজয়ী
মেক-আপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট গিল্ড পুরস্কার[৬৩] সেরা সমকালীন কেশসজ্জা – পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কেরি স্মিথ
থেরেসি ডুসি
মনোনীত
সেরা সমকালীন মেকআপ – পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্টিফেন কেলি
আনা স্টাচাও
জাসেন্দা বারকেট
মনোনীত
মোশন পিকচার সাউন্ড এডিটরস[৬৪] ফিচার ফিল্ম – সাউন্ড ইফেক্টস / ফোলি মার্ক পি. স্টেকিনগার (সুপারভাইজিং সাউন্ড এডিটর)
আলান র্যাঙ্কিন (সাউন্ড ডিজাইনার)
মার্টিন জুব (সাউন্ড ডিজাইনার)
লুক গিব্লিয়ন (সাউন্ড ডিজাইনার)
ড্যান ও’কনেল (ফোলি আর্টিস্ট)
জন টি. কুচি (ফোলি আর্টিস্ট)
মনোনীত
অনলাইন চলচ্চিত্র সমালোচক সমাজ[৬৫] সেরা স্টান্ট সমন্বয় জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম বিজয়ী
পিপল্‌স চয়েস পুরস্কার[৬৬] ২০১৯ সালের প্রিয় চলচ্চিত্র মনোনীত
২০১৯ সালের প্রিয় অ্যাকশন চলচ্চিত্র মনোনীত
২০১৯ সালের প্রিয় চলচ্চিত্র অভিনেতা কিয়ানু রিভস মনোনীত
২০১৯ সালের প্রিয় অ্যাকশন চলচ্চিত্র অভিনেতা হ্যালি বেরি মনোনীত
স্যাটার্ন পুরস্কার[৬৭] সেরা অ্যাকশন বা অ্যাডভেঞ্চার চলচ্চিত্র জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম মনোনীত
সেরা অভিনেতা কিয়ানু রিভস মনোনীত
সেরা সম্পাদনা এভান শিফ মনোনীত
সিয়াটল চলচ্চিত্র সমালোচক সমাজ[৬৮] সেরা অ্যাকশন কোরিওগ্রাফি জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম বিজয়ী
সেন্ট লুই চলচ্চিত্র সমালোচক সংস্থা[৬৯] সেরা অ্যাকশন চলচ্চিত্র মনোনীত
টরাস ওয়ার্ল্ড স্টান্ট অ্যাওয়ার্ডস[৭০] সেরা লড়াই মনোনীত
সেরা স্টান্ট সমন্বয়কারী / সেকেন্ড ইউনিট ডিরেক্টর বিজয়ী

পরবর্তী অংশসমূহ

[সম্পাদনা]

সিকুয়েল

[সম্পাদনা]

২০১৯ সালের ২০ মে, তৃতীয় চলচ্চিত্রের সফল উদ্বোধনের পর জন উইক: চ্যাপ্টার ৪ ঘোষণা করা হয় এবং ২১ মে ২০২১ মুক্তির তারিখ নির্ধারিত হয়। ছবিটি একই দিনে কিয়ানু রিভস অভিনীত ম্যাট্রিক্স রেজারেকশনস-এর সাথে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল।[৭১] তবে ১ মে ২০২০ তারিখে ছবিটির মুক্তি পিছিয়ে ২৪ মার্চ ২০২৩ করা হয়, কারণ কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির জন্য প্রযোজনা বিলম্বিত হয়।[৭২]

স্পিন-অফ

[সম্পাদনা]

২০১৮ সালের অক্টোবর মাসে লায়ন্সগেট ফিল্মস শ্য হ্যাটেন রচিত অ্যাকশন থ্রিলার ব্যালেরিনা অধিগ্রহণ করে, যেখানে থান্ডার রোড ফিল্মস ছবিটি প্রযোজনা করবে এবং হ্যাটেনের চিত্রনাট্য পুনর্লিখন করে সেটি জন উইক ফ্র্যাঞ্চাইজির অংশ করা হবে বলে জানানো হয়।[৭৩] এই ঘোষণার আগেই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ব্যালেরিনা-র একটি কনসেপ্ট স্বল্পদৈর্ঘ্য পিচ ভিডিও “নারী জন উইক” হিসেবে ইউটিউবে আপলোড করা হয়েছিল,[৭৪] যেখানে ছবির প্রধান চরিত্র এক উল্কিখচিত নর্তকী তথা হবে-যাওয়া হত্যাকারী রুনির সিনেমায় অভিষেক ঘটে, চরিত্রটি প্যারাবেলাম-এ ইউনিটি ফেলান অভিনীত একটি ছোট ভূমিকায় দেখা যায়। ২০১৯ সালের অক্টোবর মাসে লেন ওয়াইজম্যান ছবিটি পরিচালনার জন্য নিয়োগ পান।[৭৫] ২০২১ সালের অক্টোবর মাসে আনা দে আরমাস প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় আসেন, যিনি এতে ফেলানের স্থলাভিষিক্ত হবেন।[][] ৭ নভেম্বর ২০২২ তারিখে প্রাগ শহরে ছবিটির চিত্রগ্রহণ শুরু হয়, এতে আরমাসের পাশাপাশি ইয়ান ম্যাকশেইনকিয়ানু রিভস তাদের পূর্ববর্তী ভূমিকাগুলোতে ফিরে আসবেন বলে ঘোষণা করা হয়।[৭৬][৭৭][৭৮]

  1. এই গল্পের ঘটনা জন উইক: চ্যাপ্টার ২ (২০১৭)-এর ঘটনাবলীর অব্যবহিত পরেই ঘটে।
  2. জন উইক (২০১৪) চলচ্চিত্রে যেমন দেখানো হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "John Wick: Chapter 3 – Parabellum (2019) – British Board of Film Classification"Bbfc.co.uk। নভেম্বর ২৪, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০১৯ 
  2. Mendelsohn, Scott (মে ২৬, ২০১৯)। "Box Office: Keanu Reeves' 'John Wick 3' Tops 'John Wick 2' As 'Pikachu' Passes $350 Million"Forbes। নভেম্বর ২৪, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৬, ২০১৯ 
  3. Barnes, Brooks (মে ১৯, ২০১৯)। "'John Wick: Chapter 3' Puts Keanu Reeves Back on Top at the Box Office"New York Times। আগস্ট ২৩, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৬, ২০১৯ 
  4. "John Wick: Chapter 3 – Parabellum (2019)"Box Office Mojo। আগস্ট ৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০২১ 
  5. Beresford, Trilby; Kilkenny, Katie (মে ১০, ২০১৯)। "John Wick: Chapter 3 — Parabellum': What the Critics Are Saying"The Hollywood Reporter। জুন ২৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৯ 
  6. Erbland, Kate (মে ২১, ২০১৯)। "'John Wick 4' Set for 2021 Release, But Don't Expect a Happy Ending"IndieWire। জুন ৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১১, ২০১৯ 
  7. Galuppo, Mia (মে ১, ২০২০)। "Lionsgate Sets New Dates for 'John Wick 4,' 'Spiral'"The Hollywood Reporter। মে ২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১, ২০২০ 
  8. Wiseman, Andreas (অক্টোবর ২৮, ২০২১)। "Ana De Armas In Talks To Lead John Wick Spinoff Ballerina; Movie Spearheads Bumper AFM Slate For Lionsgate"Deadline Hollywood। নভেম্বর ২৪, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০২১ 
  9. Klein, Brennan (জুলাই ১৩, ২০২২)। "Ana de Armas Rejects Action Star Label After No Time To Die Role"Screen Rant। জুলাই ১৩, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০২২ 
  10. Romano, Aja (জানুয়ারি ১৭, ২০১৯)। "John Wick 3: Pride trailer: Keanu is back"Vox। জুন ২৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০১৯ 
  11. Page, Aubrey (অক্টোবর ১০, ২০১৬)। "'John Wick 3' Already in the Works, Reveals Director Chad Stahelski; 'Chapter 2' Details Teased"Collider। অক্টোবর ১১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১৭ 
  12. Kit, Borys (জুন ১, ২০১৭)। "'John Wick 3' Brings Back Writer Derek Kolstad (Exclusive)"The Hollywood Reporter। জুন ১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১৭ 
  13. Romano, Nick। "John Wick 3 brings back Chad Stahelski to direct"Entertainment Weekly। জানুয়ারি ১৯, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০১৮ 
  14. Huff, Steve (মার্চ ১০, ২০১৯)। "'John Wick: Chapter 3—Parabellum': Here's What We Know So Far"Maxim (ইংরেজি ভাষায়)। মার্চ ২১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০১৯ 
  15. Shattuck, Kathryn (মার্চ ৮, ২০১৯)। "Ian McShane Puts All His [Expletives] in the Right Place"The New York Timesআইএসএসএন 0362-4331। জুন ২৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০১৯ 
  16. "John Wick Chapter 4 with Chad Stahelski"YouTube। Josh Horowitz। জানুয়ারি ২০২৪। event occurs at 7:15। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০২৪ 
  17. Marc, Christopher (ফেব্রুয়ারি ১৪, ২০১৮)। "'John Wick: ' Begins Filming In April, Slightly Earlier Than Expected – Omega Underground"omegaunderground.com। ফেব্রুয়ারি ১৪, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০১৮ 
  18. "'John Wick: Chapter 3' Casts Halle Berry"Hollywood Reporter। মে ২১, ২০১৮। জুলাই ৬, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৮ 
  19. McNary, Dave (মে ২১, ২০১৮)। "'John Wick: Chapter 3' Adds Halle Berry, Anjelica Huston"Variety। সেপ্টেম্বর ১০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৮ 
  20. Busch, Anita (মে ২১, ২০১৮)। "Halle Berry, Anjelica Huston Join Returning Cast For 'John Wick"Deadline। নভেম্বর ২৪, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৮ 
  21. Marc, Christopher (নভেম্বর ৪, ২০১৮)। "Wonder Woman Actor Said Taghmaoui Confirms He's Joined The Cast of John Wick 3 Currently Shooting In Morocco"OmegaUnderground। নভেম্বর ৪, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১৮ 
  22. HEMMERT, KYLIE (মে ৮, ২০১৮)। "John Wick: Filming Starts with Behind-the-Scenes Photos"ComingSoon.net। অক্টোবর ১৮, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৮, ২০১৮ 
  23. Weintraub, Steve (মার্চ ২৬, ২০১৯)। "'John Wick: Chapter 3' Cinematographer Dan Laustsen on Shooting Long and Wide Takes in the Sequel"Collider। জুলাই ৩১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১১, ২০১৯ 
  24. Atad, Corey (মে ১০, ২০১৯)। "Halle Berry reveals she broke three ribs on John Wick 3"ET Canada। মে ১০, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১৯ 
  25. Rottenberg, Josh (১৮ মে ২০১৯)। "How the 'John Wick 3' team and an NBA player pulled off that fight in a library"Los Angeles Times। আগস্ট ৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  26. "John Wick: Chapter 3 – Parabellum"Art of VFX। ডিসেম্বর ১৪, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১৯ 
  27. "Bush Reveal John Wick: Chapter 3 Song 'Bullet Holes'"Loudwire। মে ১৭, ২০১৯। জানুয়ারি ২৭, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০২১ 
  28. "Keanu Reeves gets a ninja lesson with Kyary Pamyu Pamyu at John Wick 3 premiere in Japan"SoraNews24 -Japan News- (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-১১। আগস্ট ২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৬ 
  29. D'Alessandro, Anthony (এপ্রিল ১৬, ২০২০)। "'John Wick: Chapter 3' A Hail Of Bullets & Bucks At No. 15 On Deadline's 2019 Most Valuable Blockbuster Tournament"Deadline Hollywood। এপ্রিল ১৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০২০ 
  30. "Stars attend the world premiere of 'John Wick: Chapter 3 – Parabellum'"New York Daily News। মে ৯, ২০১৯। জুন ২৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৯ 
  31. McCrae, Phil (আগস্ট ৫, ২০১৯)। "John Wick: Chapter 3 – Parabellum DVD Release Date"DVDs Release Dates। আগস্ট ২৩, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৯ 
  32. Rubin, Rebecca (মে ১৪, ২০১৯)। "Box Office: 'John Wick 3' Takes Aim at 'Avengers: Endgame'"Variety। মে ১৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৯ 
  33. Fuster, Jeremy (মে ১৪, ২০১৯)। "Will 'John Wick: Chapter 3' Carry Out a Much-Needed Box Office Hit for Lionsgate?"TheWrap। মে ১৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৯ 
  34. "Spectacular success of John Wick 3 leads to announcement of sequel"। Film Industry Network। মে ২২, ২০১৯। নভেম্বর ২৪, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৮, ২০১৯ 
  35. D'Alessandro, Anthony (মে ১৯, ২০১৯)। "Lionsgate Bounces Back As 'John Wick: Chapter 3' Fires Up $57M Series High Opening, 'Endgame' Bests 'Avatar' With $770M+"Deadline Hollywood। মে ১৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১৯ 
  36. D'Alessandro, Anthony (মে ২৬, ২০১৯)। "'Aladdin' Memorial Day Magic Carpet Ride Soars Higher With $112M+ Opening – Sunday AM Update"Deadline Hollywood। মে ২৮, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৬, ২০১৯ 
  37. D'Alessandro, Anthony (জুন ২, ২০১৯)। "'Godzilla' Loses Teeth With $49M Opening, But Counter-Programming Excels For First Time This Summer With 'Rocketman' & 'Ma'"Deadline Hollywood। মে ৩১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২, ২০১৯ 
  38. D'Alessandro, Anthony (জুন ১৬, ২০১৯)। "'Men In Black: International' Domestic Passport Revoked With $26M Opening, 'Shaft' Drops His Gun With $7M+: Summer Sequelitis, Here We Go Again"Deadline Hollywood। জুন ১৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১৯ 
  39. "John Wick: Chapter 3 -- Parabellum (2019)"Rotten TomatoesFandango। মে ১১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১০, ২০২৪ 
  40. "John Wick: Chapter 3 – Parabellum Reviews"MetacriticCBS Interactive। মে ১৩, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  41. D'Alessandro, Anthony (মে ১৯, ২০১৯)। "Lionsgate Bounces Back As 'John Wick: Chapter 3' Fires Up $57M Series High Opening, 'Endgame' Bests 'Avatar' With $770M+"Deadline Hollywood। মে ১৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১৯ 
  42. "The Best Action Movies of 2019"Rotten Tomatoes। সেপ্টেম্বর ২৩, ২০১৯। মার্চ ৬, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১৯ 
  43. "John Wick: Chapter 3 – Parabellum Movie Review (2019)"www.rogerebert.com। মে ১৪, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  44. Nashawaty, Chris (মে ১০, ২০১৯)। "All hail Keanu Reeves in the glorious and gratuitous instant action classic John Wick 3: EW review"Entertainment Weekly। মে ২০, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  45. Ide, Wendy (মে ১৮, ২০১৯)। "John Wick: Chapter 3 – Parabellum review – the art of action"The Observer। Guardian Media Group। জানুয়ারি ২২, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  46. "The 24th ADG Awards Nominees"Art Directors Guild। জানুয়ারি ২, ২০২০। ডিসেম্বর ১০, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  47. "2019 Awards"Austin Film Critics Association। জানুয়ারি ৭, ২০২০। জানুয়ারি ৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  48. "Atli Örvarsson, Hildur Guðnadóttir, Tyler Bates Win Big at BMI Film/TV Awards"Variety। জুন ১৫, ২০২০। জুন ১৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  49. "International Studio Feature Film – Contemporary"British Film Designers Guild। ডিসেম্বর ১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  50. Nordyke, Kimberly;last2=Howard (জানুয়ারি ১২, ২০২০)। "Critics' Choice Awards: 'Once Upon a Time in Hollywood' Named Best Picture; Full Winners List"The Hollywood Reporter। জানুয়ারি ১৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০  Authors list-এ |প্রথমাংশ2= এর |শেষাংশ2= নেই (সাহায্য)
  51. "RAZZ NEWZ - The Razzies!"razzies.com। ফেব্রুয়ারি ৭, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  52. "Golden Schmoes Winners And Nominees 2019"JoBlo.com। মার্চ ১৭, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  53. "BEST-REVIEWED ACTION & ADVENTURE MOVIES 2019"Rotten Tomatoes। ডিসেম্বর ২৮, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  54. "FAN FAVORITE MOVIES 2019"Rotten Tomatoes। অক্টোবর ২৮, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  55. "GOLDEN YEAR AWARD 2019"Rotten Tomatoes। ফেব্রুয়ারি ২৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  56. "FAN FAVORITE ACTORS 2019"Rotten Tomatoes। নভেম্বর ১৫, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  57. Crist, Allison;last2=Perez (জুলাই ২২, ২০২১)। "Golden Trailer Awards: A Quiet Place: Part II , Black Widow Among Winners"The Hollywood Reporter। আগস্ট ১৩, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০২৩  Authors list-এ |প্রথমাংশ2= এর |শেষাংশ2= নেই (সাহায্য)
  58. "Hollywood Critics Association Award Nominations Released"Muse TV। নভেম্বর ২৫, ২০১৯। জানুয়ারি ৫, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০ 
  59. "'1917' Wins Best Picture at 3rd Annual Hollywood Critics Association Awards"Variety। জানুয়ারি ১০, ২০২০। জানুয়ারি ১০, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০ 
  60. "Houston Film Critics Society Nominees See 'Marriage Story,' Tarantino's 9th Film In The Lead"Houston Film Critics Society। ডিসেম্বর ১৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  61. "HFCS Gives 'Parasite' Top Award at 13th Annual Awards Show"Houston Film Critics Society। জানুয়ারি ৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  62. "Best Action Movie"IGN। ডিসেম্বর ২০, ২০১৯। ডিসেম্বর ২১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০ 
  63. "'Bombshell' Tops Make-Up Artists and Hair Stylists Guild Awards"The Hollywood Reporter। জানুয়ারি ১১, ২০২০। নভেম্বর ৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০ 
  64. "'Ford v Ferrari,' '1917' Collect Wins at MPSE Golden Reel Awards"The Hollywood Reporter। জানুয়ারি ১৯, ২০২০। জানুয়ারি ২০, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০ 
  65. "The Online Film Critics Society (OFCS) Announces 2019 Award Winners"Film Pulse। জানুয়ারি ৬, ২০২০। জানুয়ারি ৮, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০ 
  66. "2019 People's Choice Awards: Complete List of Nominees"E!। ২০১৯। ডিসেম্বর ১৪, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১৯ 
  67. Mancuso, Vinnie (জুলাই ১৬, ২০১৯)। "'Avengers: Endgame', 'Game of Thrones' Lead the 2019 Saturn Awards Nominations"Collider। জুলাই ১৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৮, ২০২০ 
  68. ""Parasite" Named Best Picture of 2019 by Seattle Film Critics Society"Seattle Film Critics Society। ডিসেম্বর ১৬, ২০১৯। ডিসেম্বর ১৬, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২০ 
  69. "Annual StLFCA Awards"St. Louis Film Critics Association। নভেম্বর ৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  70. "2020 Taurus World Stunt Awards – Winners & Nominees"Taurus World Stunt Awards। এপ্রিল ৮, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  71. McNary, Dave (মে ২০, ২০১৯)। "'John Wick 4' Confirmed With a 2021 Release Date"Variety। মে ২১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২০, ২০১৯ 
  72. "'John Wick 4' Will Take Production to Europe, Won't Shoot Back-to-Back with 'John Wick 5' Anymore"/Film। মার্চ ২৪, ২০২১। জুলাই ৯, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০২১ 
  73. Kit, Borys (জুলাই ২৫, ২০১৭)। "Lionsgate Plotting John Wick Universe With Ballerina Action Script (Exclusive)"The Hollywood Reporter। মে ২৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১৯ 
  74. Rimburg, Vlad (সেপ্টেম্বর ২৭, ২০১৭)। Ballerina: Proof of Concept Action Design – Female John WickVlad Rimburg। জুন ১২, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৮, ২০২২ – YouTube-এর মাধ্যমে। 
  75. Fleming, Mike Jr. (অক্টোবর ৮, ২০১৯)। "Len Wiseman Set To Direct Female-Centric John Wick Spinoff Ballerina"Deadline Hollywood। অক্টোবর ৩১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৯ 
  76. Pirodsky, Jason (নভেম্বর ৫, ২০২২)। "John Wick spinoff 'Ballerina', with Ana de Armas and Keanu Reeves, kicks off Prague shoot"The Prague Reporter। নভেম্বর ১৬, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০২২ 
  77. Borys, Kit (নভেম্বর ৮, ২০২২)। "Ian McShane Joins Ana de Armas in Lionsgate's John Wick Spinoff Ballerina (Exclusive)"The Hollywood Reporter। নভেম্বর ৮, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৮, ২০২২ 
  78. Maggie, Lovitt (নভেম্বর ৮, ২০২২)। "Keanu Reeves Returns as John Wick in Ballerina Spinoff [Exclusive]"Collider। নভেম্বর ৮, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৮, ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]