জাস্টিন হারউইৎস | |
---|---|
Justin Hurwitz | |
জন্ম | জাস্টিন গ্যাব্রিয়েল হারউইৎস[১] ২২ জানুয়ারি ১৯৮৫[১] |
শিক্ষা | নিকোলেট হাই স্কুল |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পেশা | সুরকার, চিত্রনাট্যকার |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
পেশা |
|
জাস্টিন গ্যাব্রিয়েল হারউইৎস (জন্ম ২২ জানুয়ারি ১৯৮৫) একজন মার্কিন চলচ্চিত্র সুরকার ও টেলিভিশন লেখক। তিনি পরিচালক ড্যামিয়েন শ্যাজেলের সাথে তার দীর্ঘকাল কাজের জন্য সুপরিচিত। তিনি শ্যাজেলের সবকয়টি চলচ্চিত্রের সুরারোপ করেছেন, সেগুলো হল গাই অ্যান্ড ম্যাডলিন অন আ পার্ক বেঞ্চ (২০০৯), হুইপল্যাশ (২০১৪), লা লা ল্যান্ড (২০১৬), ফার্স্ট ম্যান (২০১৮) ও ব্যাবিলন (২০২২)।
লা লা ল্যান্ড চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ মৌলিক সুর ও এই চলচ্চিত্রের "সিটি অব স্টার্স" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার;[২] শ্রেষ্ঠ মৌলিক সুর ও এই চলচ্চিত্রের "সিটি অব স্টার্স" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার;[৩] এবং শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ফার্স্ট ম্যান ও ব্যাবিলন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
কলেজ পাশ করার পর হারউইৎস ও শ্যাজেল লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। হারউইৎস সিটকম দ্য লিগ-এর জন্য হাস্যরসাত্মক গল্প লিখেন এবং অ্যানিমেটেড হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক দ্য সিম্পসন্স-এর একটি পর্ব লিখেন।[৪] শ্যাজেলের রচিত ও পরিচালিত ২০০৯ সালের গাই অ্যান্ড ম্যাডলিন অন আ পার্ক বেঞ্চ চলচ্চিত্রের সফলতার পর তারা তাদের পরবর্তী কাজ হুইপল্যাশ (২০১৪)-এর অর্থায়ন পান।[৫] হারউইৎস এই চলচ্চিত্রের সুর করেন এবং শ্যাজেল চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেন।[৬]
হারউইৎস শ্যাজেলের ২০১৬ সালের লা লা ল্যান্ড চলচ্চিত্রের সুরোরোপ করেন।[৭][৮] এই কাজের জন্য শ্যাজেল শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন এবং হারউইৎস শ্রেষ্ঠ মৌলিক সুর ও শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে দুটি পুরস্কার অর্জন করেন।
তিনি ফার্স্ট ম্যান (২০১৮) ও ব্যাবিলন (২০২২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[৯]
বছর | চলচ্চিত্র | ভূমিকা |
---|---|---|
২০০৯ | গাই অ্যান্ড ম্যাডলিন অন আ পার্ক বেঞ্চ | সুরকার |
২০১৪ | হুইপল্যাশ | সুরকার |
২০১৬ | লা লা ল্যান্ড | সুরকার |
২০১৮ | ফার্স্ট ম্যান | সুরকার |
২০২২ | ব্যাবিলন | সুরকার |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০১১ | দ্য সিম্পসন্স | লেখক | পর্ব: "দ্য ফ্যালকন অ্যান্ড দ্য ডিওহম্যান" |
২০১১ | দ্য লীগ | লেখক | ৭ পর্ব |
২০১৭-২০২০ | কার্ব ইয়োর এনথিউজিয়াজম | লেখক/প্রযোজক | ১১ পর্ব |