জেমস হর্নার

জেমস হর্নার
James Horner
২০১০ সালে হর্নার
জন্ম
জেমস রয় হর্নার

(১৯৫৩-০৮-১৪)১৪ আগস্ট ১৯৫৩
মৃত্যু২২ জুন ২০১৫(2015-06-22) (বয়স ৬১)
লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্ট, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
দাম্পত্য সঙ্গীসারা হর্নার (বি. ১৯৮৫; মৃ. ২০১৫)
সঙ্গীত কর্মজীবন
ধরনচলচ্চিত্রের সুর
পেশা
  • সুরকার
  • সঙ্গীত নির্দেশক
  • ঐকতান বাদকদল পরিচালক
বাদ্যযন্ত্রপিয়ানো, বেহালা
কার্যকাল১৯৭৮–২০১৫

জেমস রয় হর্নার (১৪ আগস্ট ১৯৫৩ - ২২ জুন ২০১৫) ছিলেন একজন মার্কিন সুরকার, সঙ্গীত নির্দেশক ও ঐকতান বাদকদল পরিচালক। তিনি এক শতাধিক চলচ্চিত্রের সুর সৃষ্টি করেছেন। তিনি বৃন্দগীতি ও ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের সমন্বয় এবং প্রায়ই কেল্টীয় সঙ্গীতের সাথে স্থায়ী সুর ব্যবহারের জন্য প্রসিদ্ধ ছিলেন।[][]

হর্নারের প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্রের সুর ছিল ১৯৭৯ সালের দ্য লেডি ইন রেড, কিন্তু তিনি ১৯৮২ সালে স্টার ট্রেক টু: দ্য র‍্যাথ অব খান চলচ্চিত্রের সুরায়োজনের পূর্ব পর্যন্ত নিজেকে প্রসিদ্ধ চলচ্চিত্র সুরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি।[] তার সুরারোপিত জেমস ক্যামেরনের টাইটানিক চলচ্চিত্রের সুর সর্বকালের সর্বাধিক বিক্রীত ঐকতান বাদকদলীয় সাউন্ডট্র্যাক।[][] এছাড়া তিনি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র অ্যাভাটার-এরও সুর করেছেন।[]

হর্নার চলচ্চিত্র পরিচালক ডন ব্লুথ, জেমস ক্যামেরন, জো জনস্টন, ওয়াল্টার হিল, রন হাওয়ার্ড, ফিল নিবলিংকসিমন ওয়েলস; চলচ্চিত্র প্রযোজক জর্জ লুকাস, ডেভিড কার্শনার, জন ল্যান্ডাউ, ব্রায়ান গ্রেজারস্টিভেন স্পিলবার্গ; এবং গীতিকার উইল জেনিংস, ব্যারি ম্যানসিনথিয়া ওয়েলের সাথে একাধিকবার কাজ করেছেন। তিনি দুটি একাডেমি পুরস্কার, ছয়টি গ্র্যামি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার, তিনটি স্যাটেলাইট পুরস্কার, তিনটি স্যাটার্ন পুরস্কার অর্জন করেন এবং তিনটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হর্নার একজন উৎসুক পাইলট ছিলেন। তিনি ৬১ বছর বয়সে তার দুই-সিটবিশিষ্ট টার্বোপ্রোপ বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. গেইয়ার, টম (জুন ২২, ২০১৫)। "James Horner, Oscar-Winning Composer of 'Titanic,' Dead at 61"দ্য র‍্যাপ। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "Creative Team"। টাইটানিক লাইভ। ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২১ 
  3. হ্যারিংটন, রিচার্ড (জুলাই ২৫, ১৯৮২)। "Sounds Of the Summer Screen"। দ্য ওয়াশিংটন পোস্ট। পৃষ্ঠা L1। 
  4. "New mom Dion back with new album, Vegas deal"ইউএসএ টুডে। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২১ 
  5. Clemmensen, Christian (এপ্রিল ১৬, ২০১২) [November 18, 1997]। "Titanic (James Horner)"ফিল্মট্র্যাকস। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২১ 
  6. "All Time Worldwide Box Office Grosses"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২১ 
  7. রবার্টস, স্যাম (জুন ২৩, ২০১৫)। "James Horner, Film Composer, Dies at 61; His Score for 'Titanic' Was a Hit, Too"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]