ডাইয়্যান ফশি | |
---|---|
![]() ডাইয়্যান ফশি | |
জন্ম | ১৬ই জানুয়ারী, ১৯৩২ সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৬ ডিসেম্বর ১৯৮৫ | (বয়স ৫৩)
নাগরিকত্ব | যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | সান হোসে স্টেট বিশ্ববিদ্যালয় (বিএ, চরিত্র - গঠন - বিজ্ঞান, ১৯৫৪) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (পিএইচডি, প্রাণিবিজ্ঞান, ১৯৭৪) |
পরিচিতির কারণ | পার্বত্য গোরিলা নিয়ে গবেষণা |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | চরিত্র - গঠন - বিজ্ঞান, প্রাইমেটোলজি |
প্রতিষ্ঠানসমূহ | কারিসোকে গবেষণা কেন্দ্র, কর্নেল বিশ্ববিদ্যালয় |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | জেন গুডল, লুইস লিকি ও জর্জ স্কেলার |
ডাইয়্যান ফশি (/daɪˈæn
'গেরিলা ইন দ্য মিস্ট' তার গরিলা সংক্রান্ত গবেষণাগ্রন্থ। তিনি রুয়ান্ডায় গরিলা সহ প্রাণী বৈচিত্র্য নিয়ে কাজ করেন; যা ওআরটিপিএন (রোয়ান্ডা ন্যাশনাল পার্ক সিস্টেম) এর বিভিন্ন নথিপত্রে পাওয়া গেছে। তিনি কুরিয়ার জার্নালসহ বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে তার ভ্রমণ ও গবেষণার বিষয় প্রকাশ করেন। তিনি ব্যক্তিগত জীবনে জেন গুডউইল, লুইস লিকি ও জর্জ স্কেলার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি তার শিক্ষাজীবনে সেন জোস স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে কর্ম চিকিৎসার উপর বিএ এবং ১৯৭৪ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ সালের ২৬ শে ডিসেম্বর রুয়ান্ডার ভিরুঙ্গা মাউন্টেইনে আততায়ীদের হাতে মর্মান্তিকভাবে নিহত হন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |