মালিক প্রতিষ্ঠান | ডিসি এন্টারটেইনমেন্ট ওয়ার্নার ব্রস. |
---|---|
অবস্থা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ২৫ জুন ১৯৩৪ | ( ন্যাশানাল অ্যালিয়েড পাবলিকেশন হিসেবে)
প্রতিষ্ঠাতা | ম্যালকম হুইলার-নিকোলসন |
দেশ | যুক্তরাষ্ট্র |
সদরদপ্তর | ২৯০০০ ওয়েস্ট আলামেডা অ্যাভ, বারবাঙ্ক, ক্যালিফোর্নিয়া |
পরিবেশন | পেঙ্গুইন র্যান্ডম হাউজ |
প্রধান ব্যক্তি |
|
প্রকার |
|
ওয়েবসাইট | www |
ডিসি কমিকস মার্কিন কমিক প্রকাশনী সংস্থা, এটি আমেরিকার অন্যতম বৃহৎ ও প্রাচীন কমিক বই কোম্পানি। ওয়ার্নার ব্রস. গ্লোবাল ব্র্যান্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স এর অধীনস্থ প্রতিষ্ঠানটি ডিসি এন্টারটেইনমেন্টের এর প্রকাশনা ইউনিট হিসেবে কাজ করে[১][২]। এদের সিংহভাগ প্রকাশনা কাল্পনিক ডিসি ইউনিভার্স বা ডিসি জগৎ নিয়ে। ডিসি ইউনিভার্সে রয়েছে ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান সহ উল্লেখযোগ্য সব আইকনিক চরিত্রের সম্ভার। এছাড়া ডিসি কমিকসের নাম শোনলেই মনে পড়ে ডার্ক সাইড, লেক্স লুথার বা জোকারের মতো বিশ্বখ্যাত কাল্পনিক সুপারভিলেনদের, যারা সুপারহিরোদের ব্যর্থ করতে সবসময়ই প্রস্তুত। প্রতিষ্ঠানটি ডিসি ইউনিভার্সের বাইরেও কমিকস প্রকাশ করে থাকে; ওয়াচম্যান, ভি ফর ভেন্ডাটা, ফ্যাবলস কয়েকটি এর মধ্যে উল্লেখযোগ্য নাম। ভার্টিগো নামেও এরা আরো নানান কমিকস প্রকাশ করে থাকে।
"ডিসি" এসেছে প্রতিষ্ঠানটির জনপ্রিয় সিরিজ ডিটেকটিভ কমিকস থেকে। এই সিরিজেই ব্যাটম্যানকে প্রথমবারের মতো দেখা যায়, পরবর্তীতে সিরিজটি প্রতিষ্ঠানটির নামের সাথে যুক্ত হয়ে যায়।[৩]
র্যান্ডম হাউজ ডিসি কমিকসের বই বিপণনের কাজ করে থাকে[৪]; অন্যদিকে ডাইমন্ড কমিক ডিস্ট্রিবিউটরস কমিকস শপ স্পেশালিটি মার্কেটে ডিসির বই সরবরাহ করে[৫]। ২০১৭ এর হিসাব অনুযায়ী আমেরিকার কমিক বই মার্কেটের প্রায় ৭০ শতাংশ ডিসি কমিকস ও ডিসির চিরপ্রতিদ্বন্দ্বী মার্ভেল কমিকস এর দখলে, গ্রাফিক নভেল বিক্রির হিসাব বাদ দিলে হিস্যার চিত্রটা ভিন্ন হতে পারে[৬] । উল্লেখ্য, ওয়ার্নার মিডিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ২০০৯ সালে মার্ভেলকে অধিগ্রহণ করে[৭]। সবধরনের বইয়ের বিক্রিবাট্টা মিলিয়ে ডিসি ২য় বৃহত্তম প্রকাশনী। প্রথম ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভিজ মিডিয়া ও মার্ভেল।[৮]
ডিসি কমিকস প্রতিষ্ঠার অগ্রপথিকেরা | ||||||
---|---|---|---|---|---|---|
ম্যালকম হুইলার নিকোলসন | জেরি সিজেল | জো সাস্টার | বব কেইন | বিল ফিঙ্গার | শেল্ডন মায়ার | গার্ডনার ফক্স |
ডিসি কমিকস এর সহপ্রতিষ্ঠাতা | সুপারম্যান চরিত্রের স্রষ্টা | সুপারম্যান চরিত্রের স্রষ্টা | ব্যাটম্যান চরিত্রের স্রষ্টা | ব্যাটম্যান চরিত্রের স্রষ্টা | প্রথমদিকের প্রতিষ্ঠাতা | বিভিন্ন চরিত্রের স্রষ্টা |
ডিসি অ্যানিমেটেড মুভি ইউনিভার্স (সংক্ষেপে ডিএএমইউ) ডিসির অ্যানিমেশন চলচ্চিত্র ভিত্তিক সহ ইউনিভার্স। ছবিগুলোর প্রযোজনার দায়িত্বে রয়েছে ওয়ার্নার ব্রোস. অ্যানিমেশন এবং ডিসি এন্টারটেইনমেন্ট এবং পরিবেশক হিসেবে কাজ করে ওয়ার্নার হোম ভিডিও। ছবিগুলো ডিসির কমিক অবলম্বনে নির্মিত ডিসি ইউনিভার্স অ্যানিমেটেড অরিজিনাল মুভিজ এর অংশ। ছবিগুলোর কাহিনি দ্য নিউ ৫২ এর কাহিনিধারা অনুসরণ করে, একই ইউনিভার্সের অধীনে হওয়ায় ছবিগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত রাখা হয়। প্রথম ছবি জাস্টিস লীগ: ফ্ল্যাশপয়েন্ট প্যারাডক্স মুক্তির পর ২০১৯ সাল পর্যন্ত মোট ১৪টি ছবি মুক্তি পেয়েছে।[৯]
সাল | চলচ্চিত্র | নির্মাতা | কাহিনিকার | চিত্রনাট্যকার | উৎস | প্রযোজনা | বাজেট | আয় |
---|---|---|---|---|---|---|---|---|
২০০৫ | ব্যাটম্যান বিগিনস | ক্রিস্টোফার নোলান | ডেভিড এস গয়ার | ক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ার | বব কেইন ও বিল ফিঙ্গার কর্তৃক ব্যাটম্যান |
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যাটালেক্স থ্রি প্রডাকশন / সিনকপি | $১৫৯ মিলিয়ন | $৩৭৪.২ মিলিয়ন |
২০০৬ | সুপারম্যান রিটার্নস | ব্রিয়ান সিঙ্গার | ব্রিয়ান সিঙ্গার, মাইকেল ডটার্টি এবং ড্যান হ্যারিস | মাইকেল ডটার্টি এবং ড্যান হ্যারিস | জেরি সিগাল এবং কর্তৃক সুপারম্যান |
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / ব্যাড হ্যাট হ্যারি প্রডাকশনস / জন পিটার্স | $২০৪ মিলিয়ন | $৩৯১.১ মিলিয়ন |
২০০৮ | দ্য ডার্ক নাইট | ক্রিস্টোফার নোলান | ক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ার | জোনাথন নোলানএবং ক্রিস্টোফার নোলান | ব্যাটম্যান | ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যাটালেক্স থ্রি প্রডাকশন / সিনকপি | $১৮৫ মিলিয়ন | $১.০০৫ বিলিয়ন |
২০০৯ | ওয়াচমেন | জ্যাক স্নাইডার | ডেভিড হ্যায়টার ও অ্যালেক্স সে | অ্যালান মুর ও ডেভ গিবন্স কর্তৃক ওয়াচমেন |
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যারামাউন্ট পিকচার্স / লরেন্স গর্ডন | $১৩০ মিলিয়ন | $১৮৫.৩ মিলিয়ন | |
২০১০ | জোনাহ হেক্স | জিমি হ্যাওয়ার্ড | নেভেল্ডাইন/টেইলর এবং উইলিয়াম ফার্মার | নেভেল্ডাইন/টেইলর | জন অ্যালবানো ও টনি ডিজুনিগা কর্তৃক জোনাহ হেক্স |
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যারামাউন্ট পিকচার্স / উইড রোড পিকচার্স / আকিভস গোল্ডস্ম্যান | $৪৭ মিলিয়ন | $১০.৯ মিলিয়ন |
২০১১ | গ্রিন ল্যান্টার্ন | মার্টিম ক্যাম্পবেল | 'গ্রেগ বারলান্টি, মাইকেল গ্রিন (লেখক) ও মার্ক গাগেনহাইম | গ্রেগ বারলান্টি, মাইকেল গ্রিন (লেখক) ও মার্ক গাগেনহাইম | গ্রেগ বারলান্টি, মাইকেল গ্রিন, মার্ক গাগেনহাইম ও মাইকেল গোল্ডেলবার্গ | ওয়ার্নার ব্রোস. / ডে লাইন পিকচার্স | $ ২০০ মিলিয়ন | ২১৯.৯ মিলিয়ন |
২০১২ | দ্য ডার্ক নাইট রাইজেস | ক্রিস্টোফার নোলান | ক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ার | ক্রিস্টোফার নোলান এবং জোনাথন নোলান | ব্যাটম্যান | ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / সিনকপি | $২৩০ মিলিয়ন | $১.০৮৫ বিলিয়ন |
২০১৩ | ম্যান অভ স্টিল | জ্যাক স্নাইডার | 'ক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ার | ডেভিড এস গয়ার | সুপারম্যান | ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যাটালেক্স থ্রি প্রডাকশন / সিনকপি | $২২৫ মিলিয়ন | $৬৬৮ মিলিয়ন |
২০১৬ | ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অভ জাস্টিস | জ্যাক স্নাইডার | ক্রিস টেরিও ও ডেভিড এস গয়ার | ব্যাটম্যান সুপারম্যান |
ওয়ার্নার ব্রোস. / র্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / আটলাস এন্টারটেইনমেন্ট / ক্রুয়েল অ্যান্ড আনইউজুয়াল ফিল্মস | $২৫০ মিলিয়ন | $৮৭৩.৬ মিলিয়ন | |
২০১৭ | দ্য লেগো ব্যাটম্যান মুভি | ক্রিস ম্যাকক্যায় | সেথ গ্রাহাম-স্মিথ | সেথ গ্রাহাম-স্মিথ, ক্রিস ম্যাককেনা, এরিক সমার্স, জ্যারেড স্টার্ন এবং জন উইংটন | ব্যাটম্যান | ওয়ার্নার ব্রোস. / দ্য লেগো গ্রুপ / ওয়ার্নার ব্রোস অ্যানিমেশন / র্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / লর্ড মিলার প্রডাকশনস / ভার্টিগো এন্টারটেইনমেন্ট | $৮০ মিলিয়ন[১০] | $৩১০.৭ মিলিয়ন[১১] |
ওয়ান্ডার ওমেন | প্যাটি জ্যানকিন্স | জ্যাক স্নাইডার এবং জ্যাসন ফাচ | অ্যালান হাইনবার্গ | ওয়ান্ডার ওমেন | ওয়ার্নার ব্রোস. / র্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / আটলাস এন্টারটেইনমেন্ট / ক্রুয়েল অ্যান্ড আনইউইউয়াল ফিল্মস | $১৫০ মিলিয়ন [১২] | $৮২১.৮ মিলিয়ন [১৩] | |
জাস্টিস লীগ | জ্যাক স্নাইডার | ক্রিস টেরিও এবং জ্যাক স্নাইডার | ক্রিস টেরিও এবং জস ওয়েহডন | জাস্টিস লীগ - গার্ডনার ফক্স | ওয়ার্নার ব্রোস. / র্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / আটলাস এন্টারটেইনমেন্ট / ক্রুয়েল অ্যান্ড আনইউইউয়াল ফিল্মস | $৩০০ মিলিয়ন | $৬৫৭.৯ মিলিয়ন [১৪] | |
২০২০ | জোকার | টড ফিলিপস | টড ফিলিপস ও স্কট সিলভার | জোকার - বব কেইন, বিল ফিঙ্গার ও জেরি রবিনসন | ওয়ার্নার ব্রোস. পিকচার্স / ডিসি এন্টারটেইনমেন্ট / জয়েন্ট ইফোর্ট/ সাইকেলিয়া প্রডাকশনস | $৫৫ - ৭০ মিলিয়ন[১৫] | $১.০৬১ বিলিয়ন[১৬] | |
২০২০ | বার্ডস অভ প্রে | ক্যাথি ইয়ান | ক্রিস্টিন হডসন | বার্ডস অভ প্রে - জর্ডান বি গরফিনকেল ও চাক ডিক্সন | ওয়ার্নাস ব্রোস. পিকচার্স / ডিসি ফিল্মস / লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট / ক্রল অ্যান্ড কোং এন্টারটেইনমেন্ট / ক্লাবহাউজ | $৮২ - ১০০ মিলিয়ন[১৭] | $১৭৯.৫ মিলিয়ন[১৮] |
ছবি | রটেন টমাটোস | মেটা ক্রিটিক | সিনেমা স্কোর |
---|---|---|---|
ব্যাটম্যান বিগিনস | ৮৪% (২৭৮টি রিভিউ বা পর্যালোচনা)[১৯] | ৭০ (৪১টি রিভিউ বা পর্যালোচনা)[২০] | এ |
সুপারম্যান রিটার্নস | ৭৫% (২৬৩ টি রিভিউ)[২১] | ৭২ (৪০টি রিভিউ)[২২] | বি+ |
দ্য ডার্ক নাইট | ৯৪% (৩৩৪টি রিভিউ)[২৩] | ৮২ (৩৯টি রিভিউ)[২৪] | এ |
ওয়াচম্যান | ৬৪% (305টি রিভিউ)[২৫] | ৫৬ (৩৯টি রিভিউ)[২৬] | বি |
জোনাহ হেক্স | ১২% (১৪৯টি রিভিউ)[২৭] | ৩৩ (৩২টি রিভিউ)[২৮] | সি+ |
গ্রিন ল্যান্টার্ন | ২৬% (২৩৬টি রিভিউ)[২৯] | ৩৯ (৩৯ টি রিভিউ)[৩০] | বি |
দ্য ডার্ক নাইট রাইজেস | ৮৭% (৩৫৮ টি রিভিউ)[৩১] | ৭৪ (৪৫টি রিভিউ)[৩২] | এ |
ম্যান অভ স্টিল | ৫৬% (৩২৯টি রিভিউ)[৩৩] | ৫৫ (৪৭টি রিভিউ)[৩৪] | এ− |
ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অভ জাস্টিস | ২৮% (৪১১ টি রিভিউ)[৩৫] | ৪৪ (৫১টি রিভিউ)[৩৬] | বি |
সুইসাইড স্কোয়াড | ২৭% (৩৬২টি রিভিউ)[৩৭] | ৪৯ (৫৩টি রিভিউ)[৩৮] | বি+ |
দ্য লেগো ব্যাটম্যান মুভি | ৯০% (৩০১টি রিভিউ)[৩৯] | ৭৫ (৪৮টি রিভিউ)[৪০] | এ− |
ওয়ান্ডার ওমেন | ৯৩% (৪৩৩ টি রিভিউ)[৪১] | ৭৬ (৩৬টি রিভিউ)[৪২] | এ |
জাস্টিস লীগ | ৪০% (৩৭৭টি রিভিউ)[৪৩] | ৪৫ (৫২টি রিভিউ)[৪৪] | বি+ |
টিন টাইটান গো! টু দ্য মুভিজ | ৯১% (১২১টি রিভিউ)[৪৫] | ৬৯ (২৫টি রিভিউ)[৪৬] | বি+ |
আকুয়াম্যান | ৬৬% (৩৭৪টি রিভিউ)[৪৭] | ৫৫ (৪৯জন সমালোচকের মতামতের ভিত্তিতে)[৪৮] | এ− |
শ্যাজাম! | ৯১% (৩৭৮টি রিভিউ)[৪৯] | ৭২ (৫২জন সমালোচকের মতামতের ভিত্তিতে)[৫০] | এ |
জোকার | ৬৯% (৫২৪ টি রিভিউ)[৫১] | ৫৯ (৫৮ টি রিভিউ)[৫২] | বি+ |
বার্ডস অভ প্রে | ৭৯% (৩৪২টি রিভিউ )[৫৩] | ৬০ (৫৯ টি রিভিউ)[৫৪] | বি+ |
গড় হিসাব | ৬৭% | ৫৭ | বি+ |
ডিসি ইউনিভার্স ডিসি এন্টারটেইনমেন্ট এর ভিডিও অন ডিমান্ড পরিষেবা। ২০১৭ এর এপ্রিলে এর ঘোষণা দেওয়া হয়; নাম ও পরিষেবার বিষয়ে ২০১৮ এর মে মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে ডিসির নিজস্ব টেলিভিশন প্রোগ্রাম, অ্যানিমেটেড সিরিজ ও চলচ্চিত্র, বিভিন্ন কমিকস, ডিসি অনুরাগীদের জন্য আলোচনাসভা, বিভিন্ন পণ্য সামগ্রীর সম্ভার সহ নানা সেবা পাওয়া যায়।[৫৫][৫৬][৫৭][৫৮]
ডিসি কমিকসের কন্টেন্ট বা আধেয়গুলো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যায়।
নিখরচা পরিষেবা: ২০১৫ তে হুপলা ডিজিটালকে ডিসির কমিক পরিবেশনের জন্য প্রথম লাইব্রেরি-ভিত্তিক ডিজিটাল সিস্টেম হিসেবে ঘোষণা দেওয়া হয়। [৫৯]
অর্থের বিনিময়ে পরিষেবা: গুগল প্লে, কমিক্সোলজি। [৬০]
Share of Overall Units—Marvel 38.30%, DC 33.93%; Share of Overall Dollars—Marvel 36.36%, DC 30.07%