পল জোসেফ কোহেন | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | মার্চ ২৩, ২০০৭ | (বয়স ৭২)
মাতৃশিক্ষায়তন | Stuyvesant High School ব্রুকলিন কলেজ শিকাগো বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Forcing, mathematical Continuum hypothesis |
পুরস্কার | Bôcher Prize (1964) ফিল্ডস পদক (১৯৬৬) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৬৭) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
ডক্টরাল উপদেষ্টা | Antoni Zygmund |
ডক্টরেট শিক্ষার্থী | Peter Sarnak |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Georg Cantor, Kurt Gödel |
যাদেরকে প্রভাবিত করেছেন | Alain Badiou |
পল জোসেফ কোহেন (এপ্রিল ২, ১৯৩৪ – মার্চ ২৩, ২০০৭)[১] একজন মার্কিন গণিতবিদ। তিনি ১৯৬৬ সালে ফিল্ডস পদক লাভ করেন।
কোহেন নিউ জার্সির লং ব্রাঞ্চে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে গণিতে ১৯৫৪ সালে মাস্টার্স এবং ১৯৫৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত রোচেস্টার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৫৮ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষকতা করেন। ১৯৬১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৬৪ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। [২]