![]() স্টোক সিটির হয়ে চেলসির বিপক্ষে ম্যাচের আগে পিটার ক্রাউচ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পিটার জেমস ক্রাউচ[১] | ||
জন্ম | ৩০ জানুয়ারি ১৯৮১ | ||
জন্ম স্থান | ম্যাকেলসফিল্ড, England | ||
উচ্চতা | ৬ ফুট ৭ ইঞ্চি (২.০১ মিটার)[২] | ||
মাঠে অবস্থান | Forward | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | স্টোক সিটি | ||
জার্সি নম্বর | ২৫ | ||
যুব পর্যায় | |||
১৯৯৫–১৯৯৮ | টটেনহাম হটস্পার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯৮–২০০০ | টটেনহাম হটস্পার | ০ | (০) |
২০০০ | → ডালউইচ হ্যামলেট (loan) | ৬ | (১) |
২০০০ | → IFK Hässleholm (loan) | ৮ | (৩) |
২০০০–২০০১ | কুইন্স পার্ক রজার্স | ৪২ | (১০) |
২০০১–২০০২ | পোর্টসমাউথ | ৩৭ | (১৮) |
২০০২–২০০৪ | অ্যাস্টন ভিলা | ৩৭ | (৬) |
২০০৩ | → নরউইচ সিটি (loan) | ১৫ | (৪) |
২০০৪–২০০৫ | সাউদাম্পটন | ২৭ | (১২) |
২০০৫–২০০৮ | লিভারপুল | ৮৫ | (২২) |
২০০৮–২০০৯ | পোর্টসমাউথ | ৩৮ | (১১) |
২০০৯–২০১১ | টটেনহাম হটস্পার | ৭৩ | (১২) |
২০১১– | স্টোক সিটি | ১৩৩ | (৩৩) |
জাতীয় দল | |||
২০০২–২০০৩ | ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ | ৬ | (1) |
২০০৬ | ইংল্যান্ড বি | ১ | (0) |
২০০৫–২০১০ | ইংল্যান্ড জাতীয় দল | ৪২ | (২২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১:০০, ২৪ মে ২০১৫ (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
পিটার ক্রাউচ (ইংরেজি: Peter Crouch পীট্র্ ক্র্যাউচ্) ইংরেজ ফুটবল খেলোয়াড়। তিনি ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা। বর্তমানে স্টোক সিটি দলে স্ট্রাইকার হিসেবে খেলছেন। ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ২০০৫-২০১০ সালের মধ্যে তিনি দেশের হয়ে ৪২ ম্যাচে ২২ গোলও করেছেন।