পিটুটারি গ্রন্থি | |
---|---|
![]() মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থির অবস্থান, স্ফেনয়েড অস্থির সেলা টারসিকার মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে। | |
![]() প্রাপ্তবয়স্ক বানরের হাইপোফাইসিসের মিডিয়ান স্যাজাইটাল দৃশ্য। | |
বিস্তারিত | |
পূর্বভ্রূণ | neural and oral ectoderm, including Rathke's pouch |
ধমনী | সুপেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ইনফান্ডিবুলার ধমনী, প্রিকায়াজমাল ধমনী, ইনফেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ক্যাপসুলার ধমনী, ইনফেরিয়র ক্যাভারনাস সাইনাসের ধমনী। [১] |
শনাক্তকারী | |
লাতিন | hypophysis, glandula pituitaria |
মে-এসএইচ | D010902 |
নিউরোলেক্স আইডি | birnlex_1353 |
টিএ৯৮ | A11.1.00.001 |
টিএ২ | 3853 |
এফএমএ | FMA:13889 |
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা |
পিটুইটারি গ্রন্থি (ইংরেজি: pituitary gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরে যার ওজন ০.৫ গ্রাম (০.০১৮ আউন্স) এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে অবস্থিত।[২] পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (anterior lobe)/অ্যাডিনোহাইপোফাইসিস (২) মধ্য অংশ (intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ (posterior lobe)/ নিউরোহাইপোফাইসিস
পিটুইটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপ এবং এই গ্রন্থি অন্যান্য অন্তক্ষরাগ্ৰন্থির কাজ নিয়ন্ত্রণ করে বলে একে অন্তঃক্ষরা সুইচ বোর্ড (endrocrinological switch board) এবং প্রভু গ্রন্থি (master gland) নামেও অভিহিত করা হয়।[৩]