ফ্রেডরিক স্যাঙ্গার | |
---|---|
![]() | |
জন্ম | Rendcomb, Gloucestershire, England | ১৩ আগস্ট ১৯১৮
মৃত্যু | ১৯ নভেম্বর ২০১৩ Cambridge, England | (বয়স ৯৫)
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | এমাইনো এসিড sequence of ইনসুলিন, dideoxy method of sequencing DNA |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৫৮) রসায়নে নোবেল পুরস্কার (১৯৮০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, Laboratory of Molecular Biology |
ডক্টরাল উপদেষ্টা | Albert Neuberger |
ডক্টরেট শিক্ষার্থী | Rodney Robert Porter, এলিজাবেথ ব্ল্যাকবার্ন |
ফ্রেডরিক স্যাঙ্গার (১৩ আগস্ট ১৯১৮ - ১৯ নভেম্বর ২০১৩) একজন ইংরেজ প্রাণরসায়নবিদ। তিনি রসায়নে দুইটি নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ব্যক্তি ছিলেন । পুষ্টি জগতের প্রোটিনের গঠনের ইতিবৃত্ত আসে ড. ফ্রেডিরিখের গবেষণা ও চিন্তার সূত্র ধরে। প্রোটিনের রাসায়নিক রূপ দাঁড় করানোর জন্য ১৯৫৮ সালে প্রথমবার নোবেল পান তিনি।পরবর্তীতে নিউক্লিক এসিডের বেস সিকোয়েন্স নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ ১৯৮০ সালে রসায়নেই পুনরায় নোবেল পুরস্কার লাভ করেন।
১৯১৮ সালে ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ার শহরে জন্ম ফ্রেডরিকের। বাবার পথ ধরে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার ছোটবেলাতে। তবে শেষ পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়নবিদ্যার ওপরেই তিনি উচ্চ শিক্ষা নেন। স্যাঙ্গার ১৯৪৩ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
|তারিখ=
(সাহায্য) . Interviewed by Lewis Wolpert. Duration 1 hour.এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |