বে সুজি | |
---|---|
![]() | |
জন্ম | বে সু-জি ১০ অক্টোবর ১৯৯৪ |
মাতৃশিক্ষায়তন | স্কুল অব পারফর্মিং আর্টস সিউল |
পেশা |
|
প্রতিনিধি | ম্যানেজমেন্ট এসওওপি |
পুরস্কার | তালিকা |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
কার্যকাল | ২০১০–বর্তমান |
লেবেল | জেওয়াইপি |
এর পূর্বে | |
কোরীয় নাম | |
হাঙ্গুল | 배수지 |
হাঞ্জা | 裴秀智 |
সংশোধিত রোমানীকরণ | বে সু-জি |
ম্যাক্কিউন-রাইশাওয়া | পে সুচি |
স্বাক্ষর | |
![]() |
বে সু-জি (কোরীয়: 배수지, ইংরেজি: Bae Suzy; জন্ম: ১০ অক্টোবর ১৯৯৪; বে সুজি অথবা শুধুমাত্র সুজি নামে সুপরিচিত) হলেন একজন দক্ষিণ কোরীয় গায়িকা, অভিনেত্রী এবং মডেল। তিনি জেওয়াইপি এন্টারটেইনমেন্টের অধীনে মিস এ গ্রুপের সদস্য ছিলেন। তিনি টেলিভিশন ধারাবাহিক ড্রিম হাইয়ের (২০১১) মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক করেছিলেন এবং গু ফ্যামিলি বুক (২০১৩), আনকন্ট্রোলেবলি ফন্ড (২০১৬), ওয়াইল ইউ ওয়্যার স্লিপিং (২০১৭), ভাগাবন্ড (২০১৯), স্টার্ট আপ (২০২০) এবং আনার (২০২২) মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি আর্কিটেকচার ১০১ (২০১২) চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। চলচ্চিত্রে তার সফল অভিষেকের পর থেকে, তিনি তার নিজ দেশে "জাতির প্রথম ভালোবাসা" হিসেবে প্রশংসিত হয়েছেন।[১][২][৩]
১৯৯৪ সালের ১০ই অক্টোবর তারিখে, দক্ষিণ কোরিয়ার গুয়াংজুর বুক জেলায় বে ওয়ান-ইউং এবং জং হিউন-সুকের ঘরে জন্মগ্রহণ করেছেন।[৪] তার একটি বড় বোন এবং একটি ছোট ভাই রয়েছে। তিনি স্কুল অব পারফর্মিং আর্টস সিউলে পড়াশোনা করেছিলেন এবং ২০১৩ সালে স্নাতক সম্পন্ন করেছেন।[৫] অভিষেকের পূর্বে, তিনি একজন অনলাইন শপিং মডেল ছিলেন।[৬][৭]