এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ০ সেকেন্ড আগে Gc Ray (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
মিশনাহ্ (/ˈmɪʃnə/; হিব্রু ভাষায়: מִשְׁנָה) হলো ইহুদি মৌখিক ঐতিহ্যের প্রথম লিখিত সংগ্রহ যা মৌখিক তোরাহ নামে পরিচিত। এটি রাব্বিনীয় সাহিত্যেরও প্রথম রচনা, যেখানে ৬ষ্ঠ থেকে ৭ম খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রাচীনতম টিকে থাকা উপাদান রয়েছে।[১][২][৩]