ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ম্যাটস ইয়ুলিয়ান হুমেলস[১] | ||
জন্ম | ১৬ ডিসেম্বর ১৯৮৮ | ||
জন্ম স্থান | বেরগিশ গ্ল্যাডবাখ, পশ্চিম জার্মানি | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | সেন্টার-ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ৫ | ||
যুব পর্যায় | |||
১৯৯৫–২০০৬ | বায়ার্ন মিউনিখ জুনিয়র | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০০৭ | বায়ার্ন মিউনিখ ২ | ৪২ | (৫) |
২০০৭–২০০৯ | বায়ার্ন মিউনিখ | ১ | (০) |
২০০৮–২০০৯ | → বরুসিয়া ডর্টমুন্ড (ধার) | ২৫ | (১) |
২০০৯–২০১৬ | বরুসিয়া ডর্টমুন্ড | ২২৫ | (১৯) |
২০১৬– | বায়ার্ন মিউনিখ | ৫০ | (২) |
জাতীয় দল‡ | |||
২০০৭ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ১ | (০) |
২০০৭–২০১০ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ২১ | (৫) |
২০১০– | জার্মানি | ৬৩ | (৫) |
অর্জন ও সম্মাননা | |||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ম্যাটস ইয়ুলিয়ান হুমেলস (জার্মান উচ্চারণ: [ˈmats ˈhʊml̩s]) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি বুন্দেসলিগার অন্যতম সফল ক্লাব এফসি বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন সেন্টার-ব্যাক হিসেবে খেলেন।
তিনি তার খেলোয়াড়ি জীবনের শুরুতে এফসি বায়ার্ন মিউনিখের যুব পর্যায়ে খেলেছেন। অতঃপর ২০০৮ সালের জানুয়ারি মাসে, তিনি এক মৌসুমের জন্য বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বী ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ধারে খেলতে যান। পরিশেষে তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে, ক্লাবটির সাথে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তিবদ্ধ হন। তিনি উক্ত ক্লাবের হয়ে ২টি লীগ ট্রফি জয়লাভ করেন এবং ২০১২–১৩ উয়েফা চ্যাম্পিয়ন লীগে রানার-আপ হন। ২০১৬ সালে মে মাসে, হুমেলস তার পূর্ববর্তী ক্লাবের সাথে পুনরায় চুক্তিবদ্ধ হন, যেটি ২০১৬ সালের ১লা জুন হতে কার্যকর হয়।[৩]
হুমেলস ২০১০ সাল হতে জার্মানি জাতীয় দলের হয়ে খেলছেন। তিনি এপর্যন্ত প্রায় ৬০-এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১২ উয়েফা ইউরো, ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৬ উয়েফা ইউরোর মতো প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করেছেন।
জার্মানি | ||
---|---|---|
সাল | উপস্থিতি | গোল |
২০১০ | ২ | ০ |
২০১১ | ১০ | ০ |
২০১২ | ১১ | ১ |
২০১৩ | ৫ | ১ |
২০১৪ | ১০ | ২ |
২০১৫ | ৬ | ০ |
২০১৬ | ১১ | ০ |
২০১৭ | ৭ | ১ |
২০১৮ | ১ | ০ |
সর্বমোট | ৬৩ | ৫ |