রবার্ট শিলার | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
প্রতিষ্ঠান | ইয়েল বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | ফিন্যান্সিয়াল ইকোনোমিক্স আচরণগত মূলধন |
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্য | অর্থনীতিতে নব্য কিনতত্ত্ববিদ |
শিক্ষায়তন | মিশিগান (বি.এ. ১৯৬৭) এমআইটি (পিএইচ.ডি. ১৯৭২) |
যাদের বিরোধীতা করেছেন | জেরেমি সিগেল |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | জন মেনার্ড কেইনস ফ্রাঙ্কো মদিগলিয়ানি জর্জ আকেরলফ |
যাদের প্রভাবিত করেছেন | জন ওয়াই. ক্যাম্পবেল পিরে পেরন এরিক জানজেন |
অবদানসমূহ | অসংগত উৎসাহ, কেস-শিলার ইনডেক্স |
পুরস্কার | ডয়েশ ব্যাংক পুরস্কার (২০০৯); অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০১৩) |
Information at IDEAS / RePEc | |
স্বাক্ষর | |
রবার্ট জেমস বব শিলার (ইংরেজি: Robert James "Bob" Shiller; জন্ম: ২৯ মার্চ, ১৯৪৬)[৩] মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও সেরা বিক্রীত বইয়ের লেখক। ২০১৩ সালের অর্থনীতি বিষয়ে অন্য দুই মার্কিন অর্থনীতিবিদ ইউজিন ফামা এবং লারস পিটার হ্যান্সেনের সাথে তিনিও যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে বি.এ. ডিগ্রী লাভ করেন। ১৯৬৮ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে এস.এম. এবং ১৯৭২ সালে একই প্রতিষ্ঠান থেকে পিএইচ.ডি অর্জন করেন।
তিনি ১৯৭২ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটার অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৭৪ সালে পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন এবং ১৯৮১ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮২ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় এ অর্থনীতির অধ্যাপক পদে যোগদান করেন।[৪]
১৯৮০ সাল থেকে জাতীয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো (এনবিইআর) গবেষক সহযোগী হিসেবে রয়েছেন। ২০০৫ সালে আমেরিকান অর্থনৈতিক সংস্থার সহ-সভাপতি ছিলেন তিনি। ২০০৬-২০০৭ মেয়াদকালে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক সংস্থার সভাপতি ছিলেন। এছাড়াও বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক ফার্ম ম্যাক্রোমার্কেটস এলএলসি’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি স্টার্লিং অধ্যাপক হিসেবে অর্থনীতি বিষয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।[৫]
শিলার বিশ্বের সর্বাপেক্ষা ১০০ প্রভাবশালী অর্থনীতিবিদের তালিকায় রয়েছেন।[৬] থমাস রয়টার কর্তৃক তাকে ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়।[৭] ১৪ অক্টোবর, ২০১৩ তারিখে ইউজিন ফামা ও লার্স পিটার হ্যানসেনের সাথে তাকেও নোবেল পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়।[৮]
পুরস্কার | ||
---|---|---|
পূর্বসূরী অলভিন রোথ লয়েড শ্যাপলে |
অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ২০১৩ সাথে: ইউজিন ফামা লারস পিটার হ্যান্সেন |
সাম্প্রতিক |