লুনা ২৪ | |||||
---|---|---|---|---|---|
![]() মারে ক্রিসিয়ামে অবতরণকৃত লুনা ২৪ -এর চিত্র। | |||||
অভিযানের ধরন | গ্রহসম্পর্কীয় বিজ্ঞান | ||||
পরিচালক | ওকেবি-১ | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৭৬-০৮১এ | ||||
এসএটিসিএটি নং | ০৯২৭২ | ||||
অভিযানের সময়কাল | ১৩ দিন (সমাপ্তি) | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
বাস | ওয়াইই-৮-৫ | ||||
প্রস্তুতকারক | ল্যাভোচ্কিন | ||||
উৎক্ষেপণ ভর | ৫,৮০০ কিলোগ্রাম (১২,৮০০ পাউন্ড)[১] | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ৯ আগস্ট ১৯৭৬, ১৫:০৪:১২; ইউটিসি[১] | ||||
উৎক্ষেপণ রকেট | প্রোটন-কে/ডিএম নং. ২৮৮-০২ | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর কসমোড্রোম, ৮১/২৩ | ||||
ঠিকাদার | ক্রুনিচেভ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
অবতরণের তারিখ | ২২ আগস্ট ১৯৭৬, ১৭:৫৫; ইউটিসি | ||||
অবতরণের স্থান | ৬১°৩′৩৬″ উত্তর ৭৫°৫৪′০″ পূর্ব / ৬১.০৬০০০° উত্তর ৭৫.৯০০০০° পূর্ব,[২] ২০০ কিলোমিটার (১২০ মাইল) South-East of Surgut, Western Siberia | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | সৌরকেন্দ্রিক কক্ষপথ | ||||
আমল | বৃত্তাকার কক্ষপথ | ||||
পেরিসেলেনি | ১১৫ কিলোমিটার (৭১ মাইল) | ||||
অ্যাপোসেলেনি | ১১৫ কিলোমিটার (৭১ মাইল) | ||||
নতি | ১২০.০° | ||||
পর্যায় | ১ ঘন্টা ৫৯ মিনিট | ||||
লুনার অরবিটার | |||||
Invalid parameter | ১৪ আগস্ট ১৯৭৬ | ||||
কক্ষপথ | ~ ৪৮ | ||||
লুনার ল্যান্ডার | |||||
Invalid parameter | ১৮ আগস্ট ১৯৭৬, ০৬:৩৬; ইউটিসি | ||||
"departure_date" should not be set for missions of this nature | ১৯ আগস্ট ১৯৭৬, ০৫:২৫; ইউটিসি | ||||
"location" should not be set for flyby missions | ১২°৪২′৫২″ উত্তর ৬২°১২′৩৫″ পূর্ব / ১২.৭১৪৫° উত্তর ৬২.২০৯৭° পূর্ব [৩] | ||||
Sample mass | ১৭০.১ গ্রাম (৬.০০ আউন্স) | ||||
যন্ত্রপাতি | |||||
স্টোরিও ফটোগ্রাফিক ইমেজিং সিস্টেম ইমপ্রুভড ড্রিল/নমুনা সংগ্রহের জন্য রিমোট আর্ম রেডিয়েশন ডিটেকটর রেডিও আলটিমিটার | |||||
----
|
লুনা ২৪ (ওয়াইই-৮-৫ সিরিজ) হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৭৬ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান।
এটি ছিলো লুনা সিরিজের মহাকাশযানের ২৪তম অভিযান। লুনা ২৪ প্রোবের এর এই অভিযানটি ছিল চাঁদ থেকে মাটির নমুনা ফিরিয়ে আনার তৃতীয় সোভিয়েত মিশন (প্রথম দুটি নমুনা ফেরত অভিযান ছিল লুনা ১৬ এবং লুনা ২০)। অনুসন্ধানটি ম্যারে ক্রিসিয়ামে (সঙ্কটের সাগর) অবতরণ করে। অভিযানটি ১৭০.১ গ্রাম (৬.০০ আউন্স) চন্দ্রের নমুনা নিয়ে ১৯৭৬ সালের ২২ আগস্ট পৃথিবীতে ফেরত আসার মাধ্যমে সমাপ্তি ঘটে।