লুনা ৩ | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | লুনার ফ্লাইবাই[১] | ||||
পরিচালক | পরীক্ষামূলক নকশা ব্যুরো (ওকেবি-১)[১] | ||||
হার্ভার্ড পদবী | ১৯৫৯ থেটা ১[২] | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৫৯-০০৮এ | ||||
এসএটিসিএটি নং | ২১ | ||||
অভিযানের সময়কাল | ১৮ দিন (উত্ক্ষেপন হতে সর্বশেষ যোগাযোগ) | ||||
সম্পূর্ণকৃত কক্ষপথ আবর্তনসংখ্যা | ১৪ | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযান | ওয়াইই-২এ নং. ১[১] | ||||
প্রস্তুতকারক | পরীক্ষামূলক নকশা ব্যুরো (ওকেবি-১) | ||||
উৎক্ষেপণ ভর | ২৭৮.৫ কিলোগ্রাম (৬১৪ পা)[১] | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | অক্টোবর ৪, ১৯৫৯, ০০:৪৩:৪০ইউটিসি[১] | ;||||
উৎক্ষেপণ রকেট | লুনা ৮কে৭২ (নং আই১-৮)[১] | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ১/৫ ৪৫°৫৫′১৩″ উত্তর ৬৩°২০′৩২″ পূর্ব / ৪৫.৯২০২৭৮° উত্তর ৬৩.৩৪২২২২° পূর্ব[১] | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | অক্টোবর ২২, ১৯৫৯, ০৭:৫৫[৩] | ; ইউটিসি||||
ক্ষয়ের তারিখ | ২৯ এপ্রিল ১৯৬০ | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ | ||||
আমল | উচ্চতর উপবৃত্তাকার কক্ষপথ (ঘূর্ণায়মান) | ||||
পরাক্ষ | ২,৫৬,৬২০.৫০ কিলোমিটার (১,৫৯,৪৫৬.৫৯ মা) | ||||
উৎকেন্দ্রিকতা | ০.৯৭৩২২৫০১ | ||||
পেরিজিইই | ৫০০ কিলোমিটার (৩১০ মা) | ||||
অ্যাপোজিইই | ৪,৯৯,৯৯৯ কিলোমিটার (৩,১০,৬৮৫ মা) | ||||
নতি | ৫৫° | ||||
পর্যায় | ৩৫৯.৩৮ ঘন্টা | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ৫ অক্টোবর ১৯৫৯[৪] | ||||
চাঁদ ফ্লাইবাই | |||||
Invalid parameter | ৬ অক্টোবর ১৯৫৯, ১৪:১৬; ইউটিসি | ||||
"distance" should not be set for missions of this nature | ৬,২০০ কিলোমিটার (৩,৯০০ মা) | ||||
----
|
লুনা ৩, বা ই-২এ নং. ১ (রুশ: Луна 3) হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৫৯ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এটি ছিল চাঁদের দূরবর্তী অংশের ছবি তোলার জন্য প্রেরিত প্রথম অভিযান এবং তৃতীয় সোভিয়েত মহাকাশ অনুসন্ধান কার্যক্রম যা চাঁদের আশেপাশে পাঠানো হয়েছিল।[৫] চাঁদের দূরপাশের ঐতিহাসিক, আগে কখনো দেখা যায় নি এমন দৃশ্যগুলি যখন বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছিল তখন উত্তেজনা এবং আগ্রহের কারণ হয়েছিল এবং ছবিগুলি থেকে চাঁদের দূরের দিকের একটি অস্থায়ী চিত্রাবলীর সংকলন তৈরি করা হয়েছিলো।
চিত্রগুলো বিশ্লেষণ করে চাঁদের দূরের দিকের প্রথম চিত্রাবলীর সংকলন তৈরি করাে তা ১৯৬০ সালের ৬ নভেম্বর ইউএসএসআর একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক প্রকাশিত হয়।[৬] এতে ভূপ্রকৃতির ৫০০টি বিশিষ্ট বৈশিষ্ট্যগুলোর একটি ক্যাটালগ হিসাবে অন্তর্ভুক্ত করেছে।[৭] ১৯৬১ সালে ইউএসএসআর-এ পৃথিবী থেকে অদৃশ্য চন্দ্র বৈশিষ্ট্য সমন্বিত প্রথম ভূগোলোক (১:১৩০০০০০ প্রতিভূ অনুপাত অনুসারে)[৮] লুনা ৩-এর প্রেরিত ছবিগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়।[৯] যে সকল বৈশিষ্ট্যের নামকরণ করা হয়েছিলো এই চিত্রগুল দেখে তার মধ্যে রয়েছে মস্কোভিয়েন্স সমতল এবং কন্সতান্তিন এদুয়ার্দোভিচ সিওলকোভস্কি, জুল ভার্ন, মারি ক্যুরি এবং টমাস এডিসনের নামে নামকৃত খাদসমূহ।[১০]