লুনা ৬ | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | লুনার ল্যান্ডার | ||||
পরিচালক | সোভিয়েত ইউনিয়ন | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৬৫-০৪৪এ | ||||
অভিযানের সময়কাল | ১০ দিন | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | ওয়াইই-৬ | ||||
প্রস্তুতকারক | ওকেবি-২ | ||||
উৎক্ষেপণ ভর | ১,৪৪২ কিলোগ্রাম (৩,১৭৯ পা)[১] | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ৮ জুন ১৯৬৫, ০৭:৪১:০০[১] | ; ইউটিসি||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া-এম ৮কে৭৮এম | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর কসমোড্রোম সাইট ১/৫ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | ১৯৬৫ সালের ১৮ জুন কসমিক তেজস্ক্রিয়তা পরিমাপ সমাপ্ত হয়।[২] | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | সৌরজাগতিক কক্ষপথ | ||||
চন্দ্র ল্যান্ডার_ফ্লাই বাই | |||||
Invalid parameter | ১১ জুন ১৯৬৫ | ||||
"distance" should not be set for missions of this nature | ১,৬০,০০০ কিলোমিটার (৯৯,০০০ মা) | ||||
----
|
লুনা ৬, বা লুনা ই-৬ নং. ৭ (ওয়াইই-৬ সিরিজ) হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে চন্দ্র অবতরণের উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রেরিত একটি নভোযান। চন্দ্রে অবতরণের উদ্দেশ্যে প্রেরিত হলেও এটি পথ সংশোধনের ভুলে তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয় এবং চন্দ্রকে ১,৬০,০০০ কিলোমিটার (৯৯,০০০ মা) দূর দিয়ে অতিক্রম করে।
বাইকোনুর কসমোড্রোম সাইট ১/৫ থেকে একটি মলোনিয়া-এম বাহক রকেটের মাধ্যমে লুনা ৬ নভোযানটি উৎক্ষেপণ করা হয়। ১৯৬৫ সালের ৮ জুন তারিখে ০৭:৪০ ইউটিসি-তে এর উৎক্ষেপণ কার্য সম্পন্ন হয়। ব্লক এল লুনা ৬-কে একটি সৌরজাগতিক কক্ষপথের দিকে ঠেলে দেয়ার আগে মহাকাশযানটি এবং উপরের ব্লক এল স্তরটি একটি নিম্ন পৃথিবী স্থানিক কক্ষপথে প্রবেশ করে।
৯ জুন তারিখে একটি ইঞ্জিনের সমস্যার সূত্রপাত ঘটে এবং তার ফলে নির্দিষ্ট কক্ষপথের পরিবর্তে এটি ভিন্ন পথে অতিক্রম করতে থাকে।[৩]