ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লিওন ক্রিস্টোফ গোরেজ্জা[১] | ||
জন্ম | [১] | ৬ ফেব্রুয়ারি ১৯৯৫||
জন্ম স্থান | বোচুম, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৯ মিটার[১] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ৮ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লেয়ন ক্রিস্টফ গোরেৎস্কা (জার্মান: Leon Goretzka, জার্মান উচ্চারণ: [ˈleːɔn ˈɡoːʁɛtska]; জন্ম: ৬ ফেব্রুয়ারি ১৯৯৫; লেয়ন গোরেৎস্কা নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
১৯৯৯ সালে গোরেৎস্কা জার্মান ক্লাব ওয়ের্নার ০৬ ডব্লিউএসভি বোচুমে খেলার মাধ্যমে তার খেলোয়াড়ী জীবন শুরু করেন। ২০০১ সালে তিনি জার্মান ক্লাব ভিএফএল বোচুম-এ চলে আসার আগে ডব্লিউএসভিতে দুই বছর থাকেন।[৪]
২০১৪ সালের ৮ই মে গোরেৎস্কা জার্মান জাতীয় দলের বর্তমান ম্যানেজার ইওয়াখিম ল্যোভ-দ্বারা ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপ-এর জন্য নির্বাচিত ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা পান।[৫] ২০১৪ সালের ১৩ই মে, তিনি পোল্যান্ড জাতীয় ফুটবল দল-এর বিপক্ষে হওয়া ম্যাচে অভিষিক্ত হন, ম্যাচটিতে তার দল ০-০ গোল ব্যবধানে ড্র-করে।[৬] জার্মানির পোল্যান্ডের বিপক্ষে হয়ে যাওয়া ম্যাচটি চলাকালে গোরেৎস্কা তার পেশিতে আঘাত পেয়েছিলেন, ম্যাচের পরবর্তীকালে এর কারণে তিনি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ শিবির এবং ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপ-এর জন্য ঘোষিত মূল জার্মানি দল থেকে বাদ পড়েন।[৭]
২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া কনফেডারেশনস-এর জন্য গঠিত জার্মানি দলে ডাক পান।[৮] ২০১৭ সালের ২০শে জুন, প্রতিযোগিতাটিতে গ্রুপ বি'তে জার্মানির প্রথম ম্যাচে তিনি অস্ট্রেলিয়া-এর বিপক্ষে তিনি দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন, যে ম্যাচটিতে তারা ৩-২ গোলের ব্যবধানে জিতে নেয়।[৯]
ক্লাব | সিজন | লিগ | কাপ | বৈদেশিক | সর্বমোট | তথ্যসূত্র | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
লিগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | |||
বোচুম | ২০১২–১৩ | ২. বুন্দেসলিগা | ৩২ | ৪ | ৪ | ০ | — | ৩৬ | ৪ | [৪] | |
শালকে | ২০১৩–১৪ | বুন্দেসলিগা | ২৫ | ৪ | ২ | ১ | ৫ | ০ | ৩২ | ৫ | [১০] |
২০১৪–১৫ | ১০ | ০ | ০ | ০ | ১ | ০ | ১১ | ০ | [১১] | ||
২০১৫–১৬ | ২৫ | ১ | ২ | ১ | ৭ | ০ | ৩৪ | ২ | [১২] | ||
২০১৬–১৭ | ৩০ | ৫ | ২ | ০ | ৯ | ৩ | ৪১ | ৮ | |||
২০১৭–১৮ | ১১ | ৪ | ১ | ০ | — | ১২ | ৪ | ||||
সর্বমোট | ১০১ | ১৪ | ৭ | ২ | ২২ | ৩ | ১৩০ | ১৯ | — | ||
শালকে II | ২০১৪–১৫ | রেজিওনালিগা ওয়েস্ট | ১ | ০ | — | ১ | ০ | [১২] | |||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ১৩৪ | ১৮ | ১1 | ৪ | ২২ | ৩ | ১৬৬ | ২৩ | — |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল | তথ্যসূত্র |
---|---|---|---|---|
জার্মানি | ২০১৪ | ১ | ০ | [১৩] |
২০১৬ | ২ | ০ | ||
২০১৭ | ৯ | ৬ | ||
সর্বমোট | ১২ | ৬ |
<ref>
ট্যাগ বৈধ নয়; 2013–14 season
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Leon Goretzka » Club matches
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; 2015–16 season
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি