শেখ আবুবকর আহমদ | |
---|---|
ശൈഖ് അബൂബക്ർ അഹ്മദ് | |
ভারতের প্রধান মুফতি | |
অফিসে ২৪ ফেব্রুয়ারি ২০১৯ - | |
পূর্বসূরী | আখতার রেজা খান |
উপাধি | সুলতানুল উলামা, কামারুল উলাম, ভারতের ইবনে বতুতা |
প্রাতিষ্ঠানিক নাম | مفتي جمهورية الهند، الشيخ أبوبكر أحمد |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | আবুবাকের ২২ মার্চ ১৯৩১[১] |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ভারতীয় |
আদি নিবাস | কান্থারামপুর |
দাম্পত্য সঙ্গী | যয়নব |
সন্তান | আব্দুল হাকীম আজহারী |
পিতামাতা |
|
জাতিসত্তা | মালায়ালী |
ব্যবহারশাস্ত্র | শাফেয়ী |
আন্দোলন | বেরলভী |
উল্লেখযোগ্য কাজ | ভারত, মধ্যপ্রাচ্য এবং মালয়শিয়ায় ৫০০ এরও অধিক শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান তৈরি |
যেখানের শিক্ষার্থী | বাক্বিয়াত সালিহাত এরাবিল কলেজ |
যে জন্য পরিচিত | শিক্ষামূলক নেতৃত্ব |
পেশা | মারকাজ প্রধান |
কাজ | নিখিল ভারত সুন্নি জামিয়্যাতুল উলামার সাধারণ সম্পাদক |
এর প্রতিষ্ঠাতা | মারকাজ |
মুসলিম নেতা | |
শিক্ষক | বাহরুল ঊলুম ঊস্তাদ ও.কে. যাইনুদ্দিন কুত্ত্য মুস্লিয়ার, হযরত শেখ হাসান, হযরত আবুবাকের, হযরত আব্দুল জাব্বার, হযরত সায়িদ, হযরত মিরান, আব্দুল্লা মুস্লিয়ার পুথর |
শিক্ষার্থী
| |
সাহিত্যকর্ম | তালিকা দেখুন |
পেশা | মারকাজ প্রধান |
ওয়েবসাইট |
শেখ আবুবকর আহমদ এর প্রধান মুফতি রীতি | |
---|---|
উদ্ধৃতিকরণের রীতি | সহত্ত্ব |
কথ্যরীতি | সম্মানীয় |
ধর্মীয় রীতি | আরবি ভাষায় মুফতি আল হিন্দ, এবং মুফতি আল দিয়ার আল হিন্দিয়া এবং শায়খ আল ইসলাম |
বিকল্প রীতি | হযরত, শেখ এবং সাহিব-উল-মা'লি |
অনানুষ্ঠানিক রীতি | মি. গ্র্যান্ড মুফতি |
ভারতের প্রধান মুফতি শেখ আবুবকর আহমদ[২] (/ʃɑːjx
আবুবকর মুসলিয়ার ১৯৩১ সালের ২২ মার্চ কোঝিকোড জেলার থামারাসেরির কাছে উন্নিকুলাম গ্রাম পঞ্চায়েতের কান্থাপুরাম গ্রামে মৌথারি আহমদ হাজী ও কুনেজিমা হাজুম্মা এর ঘরে জন্মগ্রহণ করেন।[১৬] তার পিতা আহমদ হাজী ছিলেন কুরআনের পণ্ডিত। তার মায়ের নাম কুনেজিমা হাজুম্মা। বারো বছর বয়সে তার বাবা মারা যান। তিনি কান্থাপুরাম এএমএলপি বিদ্যালয়ে প্রাথমিক পড়াশোনা করেছিলেন। পরে তিনি উচ্চতর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। অতঃপর তিনি পুথুর আবদুল্লাহ মুসলিয়ারের নিকট কুরআন অধ্যয়ন সম্পন্ন করেন, যিনি একজন ক্বারী ছিলেন এবং কুরআন তেলাওয়াতের বিজ্ঞানে দক্ষ ছিলেন। পরে তিনি কাঁথাপুরম, ভাওয়াদ, পুনুর, কোলিকাল, তালাকাদাথুর এবং চালিয়ামের মতো মসজিদে অবস্থান করেন এবং ধর্মীয় শিক্ষা অর্জন করেন। ১৯৬১ সালে ভেলোরের বাখিয়াথু সালিহাট আরবি কলেজে ভর্তি হন।
শেখ আবুবকর ভারতের একজন পরিবেশবিদ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত শেখ জায়েদ আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তুতির অংশ হিসাবে তিনি ভারতের বিভিন্ন স্থানে ১০ লক্ষ গাছ লাগানোর একটি প্রচারণা শুরু করেছিলেন।[১৭]
সমগ্র ভারতেই তার বহু ছাত্র রয়েছে।[১৮][১৯] তিনি মারকাজ নলেজ সিটি, ইউনানী মেডিকেল কলেজ এবং উচ্চশিক্ষা ও গবেষণার সাথে জড়িত।[২০][২০][২১] তিনি খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন যে "শিক্ষা শান্তির চাবিকাঠি"।[২২]
<ref>
ট্যাগ বৈধ নয়; indianexpress6239509
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি