সামানি سامانیان | |
---|---|
৮১৯–৯৯৯ | |
ইসমাইল ইবনে আহমেদের অধীনে সামানি সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তৃতি | |
রাজধানী | সমরকন্দ (৮১৯–৮৯২) বুখারা (৮৯২-৯৯৯) |
প্রচলিত ভাষা | ফারসি (ধর্মীয় বিধান/মাতৃভাষা),[১][২] আরবি (শিল্প/বিজ্ঞান)[৩] |
ধর্ম | সুন্নি ইসলাম |
সরকার | আমিরাত |
আমির | |
• ৮১৯–৮৫৫ | ইয়াহিয়া ইবনে আসাদ |
• ৯৯৯ | দ্বিতীয় আবদুল মালিক |
ঐতিহাসিক যুগ | মধ্যযুগ |
• প্রতিষ্ঠা | ৮১৯ |
• বিলুপ্ত | ৯৯৯ |
আয়তন | |
৯২৮ | ২৮,৫০,০০০ বর্গকিলোমিটার (১১,০০,০০০ বর্গমাইল) |
বর্তমানে যার অংশ |
আফগানিস্তানের ইতিহাস |
---|
সময়রেখা |
তাজিকিস্তানের ইতিহাস |
---|
টাইমলাইন |
ইরানের ইতিহাস |
---|
ধারাবাহিকের একটি অংশ |
সামানি সাম্রাজ্য (ফার্সি: سامانیان, Sāmāniyān) (৮১৯–৯৯৯),[৪] ছিল মধ্য এশিয়ার একটি সুন্নি পারস্য সাম্রাজ্য।[৫][৬][৭] এর প্রতিষ্ঠাতা সামান খুদার নামানুসারে এর নাম করণ করা হয়েছে।[৮] জরস্ট্রিয়ান অভিজাত হওয়ার পরও সামান খুদা ইসলাম গ্রহণ করেছিলেন। সাসানীয় সাম্রাজ্যের পতনের পর এটি ছিল বৃহত্তর ইরান ও মধ্য এশিয়ার স্থানীয় রাজবংশ।