সুইরা গুয়েদিমা

সুইরা গুয়েদিমা
এদমঁ দ্যুতে (১৮৬৭–১৯২৬) এর বর্ণনায় "সুইয়া কাদিমা" দুর্গ
এদমঁ দ্যুতে (১৮৬৭–১৯২৬) এর বর্ণনায় "সুইয়া কাদিমা" দুর্গ
সুইরা গুয়েদিমা মরক্কো-এ অবস্থিত
সুইরা গুয়েদিমা
সুইরা গুয়েদিমা
মরক্কোতে অবস্থান
স্থানাঙ্ক: ৩২°২′ উত্তর ৯°২০′ পশ্চিম / ৩২.০৩৩° উত্তর ৯.৩৩৩° পশ্চিম / 32.033; -9.333
দেশ মরক্কো
অঞ্চলমাররাকেশ-সাফি
প্রদেশসাফি প্রদেশ
সময় অঞ্চলডব্লিউ. ই. টি. (ইউটিসি+০)
 • গ্রীষ্মকালীন (দিসস)ডব্লিউ. ই. এস. টি. (ইউটিসি+১)

সুইরা গুয়েদিমা (পূর্ব নাম: আগুজ) মরক্কোর একটি শহর, যা সাফি শহরের ৩৬ কিমি দক্ষিণে আটলান্টিক উপকূলে তেনসিফত নদীর মোহনায় অবস্থিত।

বিকল্প বানান

[সম্পাদনা]

গুয়েদিমা নামটি গুয়েদিমা, কদিমা, ক্বাদিমা হিসেবেও লেখা হয়। আগুজ নামটি আগুজ, গুজ বা কুজ হিসেবেও লেখা যায়।

ইতিহাস

[সম্পাদনা]

এই শহরটি ১১শ শতকে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। বন্দরটি স্থলভাগে পূর্বদিকে তিন দিনের পথ দূরে অবস্থিত শহর আগমাতকে সেবা প্রদান করত।[]

পর্তুগিজ দুর্গ

[সম্পাদনা]

১৫০৬ থেকে ১৫২৫ সালের মধ্যবর্তী সময়ে আগুজের দুর্গটি পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের একটি ছিটমহল ছিল। আরও কিছু মরক্কান শহরও সে সময় পর্তুগিজদের ছিটমহল ছিল (যেমন সাফিম বা সাফি ১৪৮৮–১৫৪১ সময়জুড়ে একটি ছিটমহল ছিল)।

এটি নিম্নলিখিত পর্তুগিজ ক্যাপ্টেনদের দ্বারা শাসিত হয়েছিল:

  • ১৫০৬–০৯ - দিয়োগো দে আজামবুজা (পিতা)
  • আনু. ১৫১০–১৬ - ফ্রান্সিসকো মেন্দেস
  • ১৫১৫..–আনু. ১৫২২ - দিয়োগো দে আজামবুজা (পুত্র)
  • ১৫২২–১৫২৫ - গনসালো মেন্দেস সাকোতো

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আল-বাকরি, কিতাব আল-মাসালিক ওয়াল-মামালিক, ফরাসি অনুবাদ: এম. দ্য স্লান, প্যারিস

সূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]