সৈয়দ মুসা পাক

শায়খ সৈয়দ আবুল হাসব মুসা পাক শহীদ (উর্দু: شيخ سيد ابوالحساب موسى پاک شهيد‎‎) একজন সুফি ছিলেন। তাঁর মাজার পাকিস্তানের পাঞ্জাবের মুলতানে অবস্থিত। তিনি শায়খ সৈয়দ আবুল হাসাব সৈয়দ হামিদ বখশ গিলানির পুত্র ছিলেন। ১৫৯২ খ্রিস্টাব্দে (১০০১ হিজরি) লঙ্গাহ উপজাতির গৃহযুদ্ধের সময় তাঁর বুকে গুলির আঘাতে তিনি শহীদ হন।[] তাঁর মাজারটি ঐতিহাসিক শহর মুলতানে অবস্থিত। সৈয়দ মুসা পাক পাকিস্তানের পাঞ্জাবের মুলতান শহরে পাক গেটের কাছে সমাধিস্থ হন। মুলতানে প্রতি বছর সৈয়দ মুসা পাক শহীদের ওরস করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Syed Musa Pak Gilani Shaheed"। ২১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০