স্টিভেন ইয়ান | |
---|---|
ইংরেজি: Steven Yeun | |
![]() ২০১৬-এর জুলাইয়ে স্যান ডিয়েগো কমিক-কনে ইয়ান | |
জন্ম | ২১ ডিসেম্বর ১৯৮৩ |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | কালামাজু কলেজ (বিএ) |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৪-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জোয়ানা প্যাক (বি. ২০১৬) |
সন্তান | ২ |
কোরীয় নাম | |
হাঙ্গুল | 연상엽 |
সংশোধিত রোমানীকরণ | Yeon Sang-yeop |
ম্যাক্কিউন-রাইশাওয়া | Yŏn Sangyŏp |
স্টিভেন ইয়ান (ইংরেজি: Steven Yeun; /jʌn/; জন্ম: ইয়ান সাং-ইয়োপ; কোরীয়: 연상엽; ২১ ডিসেম্বর ১৯৮৩) দক্ষিণ কোরীয়-মার্কিন অভিনেতা। ইয়ান টেলিভিশন ধারাবাহিক দ্য ওয়াকিং ডেড (২০১০-২০১৬)-এ গ্লেন রি এবং বার্নিং (২০১৮)-এ বেন চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি মিনারি (২০২০) চলচ্চিত্রে অভিনয় করেন এবং নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি সমাদৃত হন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি প্রথম এশীয় মার্কিন অভিনেতা হিসেবে এই সম্মান অর্জন করেন।[১] এছাড়া তিনি সেরা প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে মনোনীত প্রথম এশীয় মার্কিন অভিনেতা।[২]
ইয়ান আই অরিজিন্স (২০১৪), ওকিয়া (২০১৭), সরি টু বদার ইউ (২০১৮), দ্য হিউম্যান্স (২০২১) ও নোপ (২০২২) চলচ্চিত্রে অভিনয় করেন এবং টেলিভিশন ধারাবাহিক ভলট্রন: লেজেন্ডারি ডিফেন্ডার (২০১৬-২০১৮), টেলস অব আর্কাডিয়া (২০১৬-২০২১), স্ট্রেচ আর্মস্ট্রং অ্যান্ড দ্য ফ্লেক্স ফাইটার্স (২০১৭-২০১৮), ফাইনাল স্পেস (২০১৮-২০২১), টুকা অ্যান্ড বার্টি (২০১৯-২০২২) ও ইনভিন্সিবল (২০২১-বর্তমান)-এ প্রধান চরিত্রে কণ্ঠ দেন।
ইয়ান ১৯৮৩ সালের ২১শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন। তার পিতা জে এবং মাতা জুন ইয়ান।[৩] তার পিতা দক্ষিণ কোরিয়ায় একজন স্থপতি ছিলেন। তিনি ১৯৮৮ সালে সপরিবারে কানাডায় পাড়ি জমান এবং সেখানে সাসক্যাচুয়ান অঙ্গরাজ্যের রেজিনা শহরে বসবাস করতেন।[৪] স্টিভেন রেজিনায় রুথ এম. বাক এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করেন।[৫] এরপর তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং মিশিগান অঙ্গরাজ্যের টেইলর ও পরে ট্রয় শহরে বসবাস করেন। ট্রয় শহরে স্টিভেন ২০০১ সালে ট্রয় হাই স্কুল থেকে পাশ করেন।[৬][৭] স্টিভেনের ব্রায়ান নামে এক ছোট ভাই রয়েছে।[৮] বাড়িতে তার পরিবারের সবাই কোরীয় ভাষায় কথা বলতেন।
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা | সূত্র. |
---|---|---|---|---|
২০০৯ | দ্য ক্যারি ফ্লাইস | চিপ | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
মাই নেম ইজ জেরি | চেজ | |||
২০১০ | কার্প মিলিনিয়াম | কেভিন | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
ব্লোআউট সেল | ক্রেতা | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
২০১৪ | আই অরিজিন্স | কেনি | ||
২০১৫ | লাইক আ ফ্রেঞ্চ ফিল্ম | স্টিভ | ||
২০১৭ | ওকিয়া | কে | ||
মেইহেম | ডেরেক চো | |||
দ্য স্টার | বো | কণ্ঠ | ||
২০১৮ | সরি টু বদার ইউ | স্কুইজ | ||
বার্নিং | বেন | |||
২০১৯ | নেসেয়ার | ইয়ান | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
২০২০ | মিনারি | জ্যাকব ই | নির্বাহী প্রযোজক হিসেবেও | |
২০২১ | স্পেস জ্যাম: আ নিউ লিগ্যাসি | ওয়ার্নার ব্রসের নির্বাহী | ক্ষণিক চরিত্রে | |
ট্রলহান্টারস: রাইজ অব দ্য টাইটান্স | স্টিভ প্যালচুক | কণ্ঠ | ||
দ্য হিউম্যান্স | রিচার্ড | |||
২০২২ | নোপ | রিকি “ইউপ” পার্ক | ||
২০২৪ | মিকি সেভেনটিন | বার্টো | নির্মাণোত্তর | [৯] |
থান্ডারবোল্টস | ঘোষিত হবে | নির্মাণাধীন | ||
ঘোষিত হবে | লাভ মি | ঘোষিত হবে | নির্মাণোত্তর | [১০] |