সঙ্গীতের আলোচনায় কোনও বাদ্যযন্ত্রের স্বরব্যাপ্তি বা স্বরবিস্তার বলতে বাদ্যযন্ত্রটি দিয়ে বাজানো সম্ভব, এমন সবচেয়ে নিচু বা মন্দ্র স্বর ও সবচেয়ে উঁচু বা তীক্ষ্ণ স্বরের মধ্যে স্বরতীক্ষ্ণতার দূরত্বকে বোঝায়।[১] গায়কদের কণ্ঠের ক্ষেত্রে সমতুল্য ব্যাপারটিকে কণ্ঠের স্বরব্যাপ্তি (Vocal range) বলে। আবার অনেকগুলি যন্ত্রের ঐকবাদনের সময় কোনও নির্দিষ্ট বাদ্যযন্ত্র বা নির্দিষ্ট শ্রেণীর একাধিক বাদ্যযন্ত্রেরও স্বরব্যাপ্তি থাকে, অর্থাৎ সঙ্গীতকর্মের অংশ হিসেবে এগুলির বাজানো সুর একটি সর্বনিম্ন ও সর্বোচ্চ স্বরতীক্ষ্ণতার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটিকে ঐ ঐকবাদন সঙ্গীতে ঐ নির্দিষ্ট বাদ্যযন্ত্রের "সুরের স্বরব্যাপ্তি" বলে।
স্বরব্যাপ্তিকে ইংরেজি ভাষায় "রেঞ্জ" (Range) বা "ক্রোম্যাটিক রেঞ্জ" (chromatic range অর্থাৎ "বারোস্বরী স্বরব্যাপ্তি") বলে। গায়কের কণ্ঠের স্বরব্যাপ্তিকে ইংরেজিতে "ভোকাল রেঞ্জ" (Vocal range) বলে। নির্দিষ্ট সঙ্গীতকর্মে কোনও বাদ্যযন্ত্রের সুরের স্বরব্যাপ্তিকে সেই যন্ত্রের "মেলোডিক রেঞ্জ" (Melodic range) বলে। ব্রিটিশ ইংরেজি বক্তারা[২] ও অন্য কেউ কেউ[৩] গায়ক বা বাদ্যযন্ত্রের স্বরব্যাপ্তি বোঝাতে "রেঞ্জ" পরিভাষাটির পরিবর্তে "কম্পাস" পরিভাষাটি ব্যবহার করতে পারেন।
*This chart only displays down to C0, though some pipe organs, such as the Boardwalk Hall Auditorium Organ, extend down to C−1 (one octave below C0). Also, the fundamental frequency of the subcontrabass tuba is B♭−1.