হান্স বেটে | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৬ মার্চ ২০০৫ | (বয়স ৯৮)
জাতীয়তা | জার্মানি যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ফ্রাংকফুর্ট বিশ্ববিদ্যালয় মিউনিখ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | পারমাণবিক পদার্থবিজ্ঞানী |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৬৭) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞানী |
প্রতিষ্ঠানসমূহ | টুবিঙেন বিশ্ববিদ্যালয় কর্নেল বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | আর্নল্ড সমারফেল্ড |
ডক্টরেট শিক্ষার্থী | জেফ্রি গোল্ডস্টোন Roman Jackiw |
স্বাক্ষর | |
টীকা | |
His name is pronounced as the US pronunciation of beta. |
হান্স আলব্রেশ্ট বেটে (জুলাই ২, ১৯০৬ - মার্চ ৬, ২০০৫)[১] একজন জার্মান-মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৬৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নিউক্লীয় বিক্রিয়া সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব প্রদান ও গবেষণা, বিশেষত তারার অভ্যন্তরে শক্তি উৎপাদন প্রক্রিয়া নির্ণয়ের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।